দিঘা-পুরী সফর এবার আরও আরামদায়ক! চালু হচ্ছে অত্যাধুনিক সরকারি ভলভো বাস
Digha-Puri tour is more comfortable this time! State-of-the-art Volvo buses to be launched

Truth Of Bengal: এবার থেকে কলকাতা থেকে পুরী যাওয়ার জন্য আর শুধু বেসরকারি বাস নয়, চালু হচ্ছে সরকারি ভলভো বাস পরিষেবা। পশ্চিমবঙ্গ পরিবহণ দপ্তর জানিয়েছে, বাংলা নববর্ষের আগেই এই আধুনিক এসি বাস চালু হবে। শুধু পুরী নয়, দিঘা, মায়াপুর, তারাপীঠ, শিলিগুড়ি ও পুরুলিয়ার মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রেও এই পরিষেবা চালু হবে।
সরকারি বাসে ভাড়া তুলনামূলক অনেক কম হতে পারে। পরিবহণ দপ্তরের মতে, বেসরকারি বাসের চেয়ে সরকারি ভলভো বাসে ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কম ভাড়ায় যাত্রা করা যাবে। যাত্রীদের সুবিধার জন্য অনলাইনে টিকিট বুকিং ব্যবস্থাও চালু হবে উদ্বোধনের দিন থেকেই।
গত কয়েক বছরে বেসরকারি সংস্থাগুলি আধুনিক ভলভো বাস চালিয়ে বিপুল লাভ করেছে। এসব রুটে ভাড়া ওঠানামা করলেও, সরকারি বাসে থাকবে নির্ধারিত ফিক্সড ভাড়া। ভবিষ্যতে কলকাতা থেকে বকখালি এবং মন্দারমণির মতো রুটেও এই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে।
প্রায় ৯.৫ কোটি টাকা খরচ করে পরিবহণ দপ্তর ছয়টি অত্যাধুনিক ভলভো বাস কিনেছে। প্রতিটি বাস ৯৬০০ সিসির এবং ৪৩টি যাত্রী আসন রয়েছে, চালক ও কন্ডাক্টরের বসার জায়গা বাদে। এই এসি বাসে থাকছে আরামদায়ক পুশব্যাক সিট ও রিডিং লাইট। যাত্রীদের নিরাপত্তার দিক থেকেও এগিয়ে এই বাসগুলি।
সব বাসই করুণাময়ী ও ধর্মতলা হয়ে চলবে। এখনো ভাড়ার তালিকা ঠিক হয়নি, তবে দিঘা ও পুরুলিয়ার মতো দূরপাল্লার রুটে এই বাসের চাহিদা মাথায় রেখেই পরিষেবা বাড়ানো হচ্ছে।