আপনার বাড়িতে কেউ কার্তিক ফেলেছে? প্রশ্ন শুনে হাসতে হাসতে কি বললেন রচনা
Did someone throw Kartik in your house? What did Rachna say while laughing at the question?

Truth Of Bengal: শুক্রবার হুগলির পোলবা দাদপুর ব্লকের কৃষি খামার প্রাঙ্গণে আদিবাসী অনুষ্ঠানের আয়োজন করা হয় বিরসা মুণ্ডার জন্মবার্ষিকী উপলক্ষে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুগলির সাংসদ-অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে তিনি অনুষ্ঠানের সূচনা করেন। তাঁর সঙ্গে ছিলেন সাংসদ মিতালি বাগ এবং বিধায়ক অসীমা পাত্র।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল রচনা বন্দ্যোপাধ্যায়ের আদিবাসী মহিলাদের সঙ্গে বাজনার তালে নাচ। এই সহজ-সরল মুহূর্তে মঞ্চজুড়ে জমে ওঠে আনন্দের পরিবেশ।
জেলাবাসীকে কার্তিক পুজোর শুভেচ্ছা জানিয়ে রচনা জানান, তাঁর বাড়িতে কখনও কার্তিক পুজো হয়নি। কারণ, তাঁদের পরিবারে কার্তিক মূর্তি ফেলার রীতি নেই। মজার ছলে তিনি বলেন, “আমার বাড়িতে কোনও দিন কার্তিক পড়েনি। তবে আমাদের বাড়ির যে ‘কার্তিক’ রয়েছে, সে নিজের পুজোর ব্যবস্থা নিজেই করে নেবে।”
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রচনা আরও জানান, জগদ্ধাত্রী পুজোর সময় তিনি কখনও চন্দননগরে আসেননি। তবে এবার হুগলির তিনটি জায়গার জগদ্ধাত্রী পুজোতে গিয়েছেন। আগামী বছর চন্দননগরের পুজোয় উপস্থিত থাকার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।
বাঁশবেড়িয়ার ঐতিহ্যবাহী কার্তিক পুজোতে যেতে না পারার আক্ষেপও প্রকাশ করেন রচনা। তিনি বলেন, “কার্তিক পুজো না হলেও উৎসবের আনন্দ অন্যভাবে পাওয়া যায়।”
এই মন্তব্যের মাধ্যমে রচনা বন্দ্যোপাধ্যায়ের মজার রসিকতা ও আনন্দের মেজাজ আরও একবার জেলাবাসীর মন জয় করেছে।