রাজ্যের খবর

ডায়েরিয়ার প্রকোপ গ্রামে, মোকাবিলায় তৎপর প্রশাসন

Diarrhea outbreak in villages, administration proactive in dealing with it

Truth of Bengal: হঠাৎ ডায়েরিয়ার প্রকোপ ছড়িয়ে পড়ে গ্রামে। দু’জনের মৃত্যু হয়। বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুরে পেটের অসুখে আক্রান্ত হয়ে মৃত হয়েছে ২ জনের। এখন অসুস্থ বেশ কয়েকজন। ঘটনার পর সঙ্গে সঙ্গে তৎপর হয়ে সমস্ত ব্যবস্থা নিয়ে গ্রামে পৌঁছে যায় প্রশাসন। শুরু হয় শিবির। ডয়েরিয়ার প্রকোপ মোকাবিলায় জেলা পর্যায় থেকে প্রতিরোধমূলক নানা ব্যবস্থা নেওয়া হয়।

আচমকাই ছড়িয়ে পড়ে পেটের রোগ। নানা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে দু’জনের। ফলে স্বাভাবিক ভাবেই বিষয়টি নিয়ে চিন্তিত এলাকার লোকজন। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার খয়রাশোল ব্লকের লোকপুর চার নম্বর সংসদের থান্দের পাড়ায়। গ্রামের এই খবর পেয়ে দ্রুত ব্লক স্বাস্থ্য দফতর, স্থানীয় লোকপুর থানার পুলিশ, গ্রাম পঞ্চায়েত জনপ্রতিনিধি সহ বিভিন্ন স্তরের লোকজন পৌঁছন। সেই সঙ্গে ব্লক মেডিক্যাল টিম এসে পাড়ায় চিকিৎসা শিবির শুরু করে।

কাউকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়। উল্লেখ্য, গত ৮ নভেম্বর পেটব্যথা, বমি সহ নানা উপসর্গ নিয়ে পাড়ায় প্রথম আক্রান্ত হোন অঞ্জনা বাউরি। চিকিৎসার জন্য তাঁকে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নাকড়াকোন্দা নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

এরপর ১২ নভেম্বর সরস্বতী বাউরিকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ১৩ নভেম্বর তিনি মারা যান। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এছাড়াও আরও তিনজন সিউড়ি সদর হাসপাতালে ভর্তি আছেন। এই খবর ছড়িয়ে পড়তেই তৎপর হয় প্রশাসন। গ্রামে  শুরু করা হয় শিবির। বিএমওএইচ ডাক্তার সব্যসাচী রায় একটি মেডিক্যাল টিম এনে চিকিৎসা শিবিরে সবার স্বাস্থ্য পরীক্ষা করেন।

অনুমান করা হচ্ছে, স্থানীয় পুকুরের জল ব্যবহার থেকে এই ধরনের ঘটনা হতে পারে। সতর্কতার জন্য সেই পুকুরটি সিল করা হয়েছে এবং পানীয় জল হিসেবে ব্যবহৃত টিউবওয়েলের জল পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য দফতর থেকে ওআরএস-সহ অন্যান্য ওষুধ বিতরণ করা হয়। এলাকায় সতর্ক নজর রাখছে প্রশাসন। সেই সঙ্গে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Related Articles