রাজ্যের খবর
আরজি করের ঘটনার বিচারের দাবিতে রাত নয়টা থেকে স্তব্ধ ধূপগুড়ি
Dhupaguri has been hanging since 9:00 p.m. demanding trial in the RG Kar case

Truth Of Bengal : জলপাইগুড়ি : আরজি করের ঘটনায় নির্যাতিতার বিচারের দাবিতে অভিনবভাবে প্রতিবাদ। বছরের নবমতম মাস সেপ্টেম্বরের ৯ তারিখ ঠিক রাত নয়টায় ৯ মিনিটের জন্য স্তব্ধ থাকল ধূপগুড়ি। এদিন সন্ধ্যা ৮ টার মধ্যেই ধূপগুড়ি শহরের প্রাণকেন্দ্র মায়ের থানের সামনে চলে আসেন অনেকেই।
এরপর ঠিক রাত নয়টায় ৯ মিনিটের জন্য মানব বন্ধন করে স্তব্ধ হয়ে যায় ধূপগুড়ি। নিস্তব্ধভাবে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকে যানবাহনগুলিও। এরপর মায়ের থানের সামনে গান, নৃত্য, কবিতা আবৃত্তি পাঠ, বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ জানান হয়। রাত ৯ টা থেকে ১০ টা পর্যন্ত এভাবেই প্রতিবাদ জানান হলো ধূপগুড়ি প্রতিবাদী নাগরিক সমাজের পক্ষ থেকে। স্লোগান দেওয়া হয় ‘উই ডিমান্ড জাস্টিস’ ।