‘দোষীরা শাস্তি পাবেই’, আইন ভঙ্গকারীদের গ্রেফতার করা হবে’, সন্দেশখালিতে হুঁশিয়ারি ডিজি-র
Sandeshkhali DG

The Truth of Bengal: কেউ আইন ভেঙে থাকলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সন্দেশখালিতে দাঁড়িয়ে বৃহস্পতিবার তা আরও এক বার স্পষ্ট করে জানিয়ে দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বুধবারের পর বৃহস্পতিবারও বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। বৃহস্পতিবার সকালে পূর্ত দফতরের বাংলো থেকে বেরিয়ে ধামাখালির লঞ্চ ঘাটের উদ্দেশে রওনা দেন। নিজ চোখে সন্দেশখালির পরিস্থিতি পরিদর্শনের পর বেলা বাড়তেই কলকাতায় ফিরে আসেন ডিজি রাজীব কুমার।
ধামাখালিতে সাংবাদিকদের কথা বলার সময় তিনি জানান, মূলত ফোর্স-অফিসারদের সঙ্গে কথা বলতে এসেছিলেন তিনি। জমি বা অত্যাচার সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেন। এখানেই তিনি বলেন, ‘সন্দেশখালিতে দোষীরা শাস্তি পাবেই। যারা আইন ভেঙেছেন তাদের গ্রেফতার করা হবে। এই হুঁশিয়ারির পর সন্দেশখালিবাসীর কাছে ডিজি-র আবেদন কেউ যেন নিজের হাতে আইন না তুলে নেন। ডিজি। ডিজি-র সঙ্গে ছিলেন এডিজি দক্ষিণবঙ্গ, বসিরহাটের এসপি ছাড়াও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
বুধবার সন্দেশখালির পরিস্থিতি পর্যবেক্ষণে আসেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। লঞ্চ ও টোটো চেপে একাধিক এলাকায় যান তিনি। তাঁর সঙ্গে ছিলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এবং বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান। আইনশৃঙ্খলা পরিস্থিতি-সহ একাধিক বিষয়ে সেখানে মোতায়েন পুলিশের সঙ্গে বৈঠক করেন তাঁরা। অন্যদিকে, সন্দেশখালির পাঁচটি জায়গায় মোট দশটি সিসি ক্যামেরা লাগানো হয়। এলাকার নিরাপত্তার স্বার্থে এলাকায় বিরাট পুলিশ বাহিনী যেমন আছে, তেমনই সন্দেশখালি ফেরিঘাট সহ বিস্তীর্ণ এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। নতুন করে যাতে কোনও রকম অশান্তি না ছড়ায়, সেদিকে নজর রাখতে এই ব্যবস্থা করা হয়েছে।