উন্নয়নমূলক প্রকল্পের কাজ শুরু বৈদ্যবাটি পুর এলাকায়
Developmental project work started in Vaidyabati Pur area

Truth Of Bengal: নতুন বছরে একের পর এক উন্নয়নমূলক প্রকল্পের কাজ শুরু হচ্ছে বৈদ্যবাটি পুর এলাকায়। গঙ্গার ঘাট বাঁধানো থেকে শুরু করে নতুন নতুন রাস্তা ,আলো ড্রেনেজ, কমিউনিটি হল প্রেক্ষাগৃহ, শ্মশানে ইলেকট্রিক চুল্লি স্থাপনের কাজ হাতে নেওয়া হয়েছে।
ফলে নতুন ইংরেজি বছরে শুরু থেকে সেজে উঠবে শেওড়াফুল বৈদ্যবাটি শহর। পুর প্রধান পিন্টু মাহাতো জানালেন রাজ্যের নতুন মা মাটি সরকার আসার পর আমাদের পুরসভার আমূল পরিবর্তন ঘটে গেছে। এক কথায় বলতে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহায়তায় এখানে উন্নয়নের জোয়ার বইছে।
নতুন বছরে তেমনি বেশকিছু কাজ আমরা হাতে নিয়েছি এর মধ্যে রয়েছে এখানকার গঙ্গার নটি ঘাটের সংস্কার, নিমাই তীর্থ ঘাট, ছাতুগঞ্জ ঘাট, রাজবংশীপাড়া ঘাট সমেত অন্যান্য ঘাট গুলিতে ভাঙ্গন দেখা দিয়েছে। এর জন্য পৌরসভার পক্ষ থেকে তড়িঘড়ি ডিপিআর পাঠানো হয়েছিল সরকারের কাছে। এর জন্য খরচ হবে বেশ কয়েক কোটি টাকা, অত্যন্ত আনন্দের বিষয় পুরসভার প্রস্তাবগুলি ইতিমধ্যে সহানুভূতির সঙ্গে অনুমোদন দিয়েছেন রাজ্য সরকার কাজও শুরু হয়ে যাবে।
নতুন বছরের প্রথম থেকেই, নিমাই তীর্থ ঘাটের সংস্কারের ফলে প্রতিবছর এখানে যে লক্ষ লক্ষ তারকেশ্বরের জল যাত্রী আসেন তাদের খুবই সুবিধা হবে। শুধু গঙ্গার ঘাট নয়, প্রায় ১০-১২টি রাস্তা সংস্কার শুরু হয়েছে এছাড়াও এখানকার শ্মশানে নতুন একটা ইলেকট্রিক চুল্লি বসানো কাজ শুরু হবে খুব শীঘ্রই। তার সঙ্গে সঙ্গে পুরনো যে শ্মশানটা আছে সেটি কেও ভেঙে নতুনভাবে সংস্কার করা হবে।
সংস্কৃতিক মনস্ক শেওড়াফুলি বৈদ্যবাটি শহরের নাট্যপ্রেমী মানুষদের কথা মাথায় রেখে দীর্ঘদিনের পুরনো জীর্ণ হয়ে যাওয়া সত্যজিৎ রায় প্রেক্ষাগৃহটি আধুনিক রূপ দেওয়া হচ্ছে। এছাড়াও নতুন একটি অডিটোরিয়ামের তৈরির কাজ আমরা হাতে নিচ্ছি।
এক কথায় বলতে গেলে ২০২৫ সালে নতুনভাবে সেজে উঠছে। আমাদের এই ঐতিহ্যমন্ডিত পুরসভা, পুর প্রধান পিন্টু মাহাতো জানান আর এ সমস্ত সম্ভব হয়েছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য।