রাজ্যের খবর

বর্ধমানের মন্দিরে শুরু উন্নয়নের কাজ

Development work started in Burdwan temple

Truth Of Bengal : বর্ধমান শহরে মা সর্বমঙ্গলা মন্দিরে শুরু হল উন্নয়নের কাজ। আজ বৃহস্পতিবার পরিদর্শনে যান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ,২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের শ্যামা প্রসাদ ব্যানার্জি, জয়দেব মুখার্জি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক এবং মন্দিরের ট্রান্সপোর্ট কমিটির সদস্যগণ শ্যামাপ্রসাদ ব্যানার্জি জানান এই উন্নয়নের কাজ এখন চলবে দুর্গা পুজোর আগে অনেকটা কাজ এগিয়ে যাবে এবং পাশেই একটি পুকুর রয়েছে মিদ্দে পুকুর সেই পুকুর ও সংস্কার করা হবে বলে জানিয়েছেন। জয়দেব মুখার্জি জানান, “অনেকদিন আগে থেকেই এটা পরিকল্পনা চলছিল তা এখন বাস্তবতা হতে চলেছে মা সরমংলা মন্দিরের উন্নয়নের কাজে।”

Related Articles