শিলিগুড়িতে চুনাভাটি এলাকায় বিধ্বংসী আগ্নিকান্ড, পুড়ে ছাই একটি বাড়ি
Devastating fire in Chunavati area of Siliguri, burning a house to ashes

The Truth Of Bengal, বিশ্বজিৎ সরকার,শিলিগুড়ি:- রবিবার ফুলবাড়ির চুনাভাটি এলাকায় বিধ্বংসী আগ্নিকান্ডের ঘটনায় পুড়ে ছাই একটি বাড়ি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।
জানা গিয়েছে যে এদিন আচমকাই চুনাভাটি এলাকায় একটি বাড়ি থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখতে পান স্থানীয়রা। এই দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। এবং তড়িঘড়ি খবর দেন দমকলকে। তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে মহূতের মধ্যে আগুন গ্রাস করে। গোটা বাড়িটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে।
এই আগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফুলবাড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন। এরপর স্থানীয় ও দমকলকর্মীদের আধঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকলকর্মীরা। অপরদিকে গোটা ঘটনার তদন্তে নেমেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। যদিও এই অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়িতে থাকা সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে যায়।
FREE ACCESS