রাজ্যের খবর

শিলিগুড়িতে প্লাস্টিকের গোডাউনে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই গোটা কারখানা

Devastating fire breaks out at plastic godown in Siliguri! Entire factory gutted

Truth Of Bengal: শিলিগুড়িতে ভয়াবহ আগুন। বৃহস্পতিবারের শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের ধারে একটি প্লাস্টিকের কারখানায় আগুন ধরে যায়। সেই আগুনে কিছুক্ষণের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় গোটা কারখানা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।

বৃহস্পতিবার রাতে ওই প্লাস্টিকের গোডাউন থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখতে পান স্থানীয়েরা। এই দেখে আতঙ্কিত হয়ে পড়েন‌ স্থানীয়রা। এরপর তারা তড়িঘড়ি খবর দেন দমকল বাহিনীকে। জানা যায়, আগুনের তীব্রতা এতটাই ছিল যে, মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে নেয় গোটা গোডাউনটিকে। এরপর দাউদাউ করে জ্বলতে থাকে গোডাউনটি। স্থানীয়েরা এই ঘটনা দেখতে পেয়ে দমকল বাহিনীকে খবর দেওয়ার পর ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে পৌঁছায়।

নিজস্ব চিত্র

 

যদিও পরবর্তীতে আরও বেশ কয়েকটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। এরপর তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এখনও পর্যন্ত যা খবর পাওয়া অনুযায়ী এখনো পর্যন্ত দাউদাউ করে জ্বলছে গোডাউনটি। যদিও যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকলের কর্মীরা।

নিজস্ব চিত্র

তবে ওই এলাকায় কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখবে দমকল বাহিনীর কর্মীরা। যদিও ঠিক কীভাবেই আগুন লাগল সেই নিয়েও কোনও সঠিক উত্তর দিতে পারেনি তারা। তবে প্রাথমিক ভাবে অনুমান, কোনওভাবে শট সার্কিটের জেরেই ঘটে এই দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনাকে আরও ভয়ঙ্কর করেছে কারখানার অন্দরে মজুত থাকা প্লাস্টিক।

Related Articles