রাজ্যের খবর

নিষেধ সত্ত্বেও ঝুঁকি নিয়েই নৌকা করে চলছে গ্যাস সিলিন্ডার পারাপার, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের

Despite the ban, the gas cylinders are being crossed by boat at risk

The Truth of Bengal: বিপদ মাথায় নিয়েই নৌকায় পারপার করা হচ্ছে গ্যাস ভর্তি সিলিন্ডার। টাকার লোভে কেন এই ঝুঁকি নিয়ে রামগঙ্গার পাথরপ্রতিমায় এভাবে গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়া হচ্ছে ?এই প্রশ্নই তুলছেন যাত্রীদের একাংশ। তাঁদের আরও প্রশ্ন, দুর্ঘটনা ঘটে গেলে তার দায় কে নেবে?

নৌকায় পারপার করছে গ্যাস ভর্তি সিলিন্ডার। যারজন্য বিপদ ওত পেতে রয়েছে। তবুও যেন কারুর ভ্রুক্ষেপ নেই। ঝুঁকি নিয়েই জলযানে এভাবে গ্যাস সিলিন্ডার কেনা-বেচা চলে। এই দৃশ্য দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের। জনবহুল এলাকা রামগঙ্গা পাথরপ্রতিমা, বিরাটের বাজার সহ বিভিন্ন জায়গায় এই নামীদামী গ্যাস আসা যাওয়া করছে। পাথর প্রতিমার প্রায় নটি দ্বীপ রয়েছে নদী বহুল এলাকায়। গ্রাম বাংলার প্রায় প্রতিটি বাড়িতে গ্যাস কানেকশন রয়েছে বিভিন্ন কোম্পানির, এই বিস্তীর্ণ এলাকায় স্যালেন্ডার নিয়ে যেতে হলে নৌকাই একমাত্র ভরসা। যাত্রীবাহী নৌকায় কী করে গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই ।

যাত্রীদের অভিযোগ যদি মাঝ নদীতে কোনরকম গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু বড় বিপদ হতে পারে যাত্রীদের। কারণ নৌকাতে ধূমপান যেমন চলে তেমনি নৌকার ইঞ্জিন চললে যেখানেই গ্যাস সিলিন্ডার থাকে তার কাছাকাছি পাইপ দিয়ে ধোঁয়া বেরোতে থাকে। এইভাবে কি গ্যাস সিলিন্ডার মানুষ একসঙ্গে নিয়ে যাওয়া যায় প্রশ্ন থেকেই যাচ্ছে।এবিষয়ে পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বলেন, গ্যাস সিলিন্ডার দিয়ে যাওয়া নিষেধ রয়েছে, তা সত্ত্বেও এইভাবে চলছে। প্রশাসনকে জানানো হয়েছে ব্যবস্থা নেওয়া হবে। আগামীদিনে নৌকার চালকও কর্মীদের নিয়ে আলোচনা করার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতির কর্তাব্যক্তিরা।আশা করা হচ্ছে,বিপদ মাথায় নিয়ে এই ধরণের পারপার এবার বন্ধ হবে।

Related Articles