রাজ্যের খবর

নিষেধাজ্ঞা সত্ত্বেও ভিন রাজ্যে আলু পাচারের ছক, পুলিশের জালে ২

Despite ban, 2 arrested by police for smuggling potatoes to other states

Truth Of Bengal: আলুর দাম নিয়ন্ত্রণে ভিন রাজ্যে রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হলেও, চোরাপথে পাচারের চেষ্টা থেমে নেই। রবিবার সকালে আসানসোলের বারাবনির কাছে বাংলা-ঝাড়খণ্ড সীমানায় নজরদারির সময় পুলিশের জালে ধরা পড়ল একটি পাচারের ট্রাক। প্লাস্টিকের আড়ালে লুকিয়ে পাচারের চেষ্টা হচ্ছিল ৫১০ বস্তা আলু।

রবিবার সকালে বারাবনির কাছে পুলিশ একটি ট্রাক থামায়, যা প্লাস্টিকের চালান নিয়ে বিহারের দিকে যাচ্ছিল। সন্দেহ হওয়ায় ট্রাকটি তল্লাশি করা হয়। তাতে দেখা যায়, চালানে প্লাস্টিক লেখা থাকলেও, প্লাস্টিকের আড়ালে লুকানো ছিল বস্তা বস্তা আলু। পুলিশ ট্রাক থেকে ৫১০ বস্তা আলু বাজেয়াপ্ত করে এবং চালক ও খালাসিকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, সাধারণত ১৯ নং জাতীয় সড়ক ব্যবহার করে পাচার চলত। তবে এবার বারাবনি ও ঝাড়খণ্ডের নলা সীমানার গৌরান্ডি ব্রিজ ব্যবহার করার পরিকল্পনা ছিল। কিন্তু পুলিশের তৎপরতায় সেই পরিকল্পনা বানচাল হয়ে যায়।

জেরা করে পুলিশ জানতে পেরেছে, হুগলির পান্ডুয়া থেকে বিহারের গয়া পর্যন্ত পাচারের উদ্দেশ্যে ট্রাকটি যাত্রা করেছিল। ধারণা করা হচ্ছে, আলু পাচারের এই চেষ্টার পেছনে রয়েছে বাজারে কৃত্রিম সংকট তৈরি করার ছক।

এই ঘটনার পর আসানসোল দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে সীমানায় নজরদারি আরও কঠোর করা হয়েছে। আলু ব্যবসায়ীরা ধর্মঘট ডাকায় এমনিতেই বাজারে জোগান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তার মধ্যে পাচারের এমন ঘটনা পরিস্থিতি আরও জটিল করতে পারে বলে মনে করা হচ্ছে।

Related Articles