রাজ্যের খবর

দেদার চলছে জলাশয় ভরাট! রুখল পঞ্চায়েত সমিতির সদস্য

Dedar is filling the reservoir! Member of Rukhal Panchayat Samiti

Truth Of Bengal : হাওড়া : দেবাশীষ গুছাইত : কংক্রিটের শহরে প্রাণের সঞ্চার মুক্ত মাঠ ও জলাশয়। সেই  জলাশয় বোঝানো হচ্ছিল। যা  রুখলো হাওড়ার  সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সদস্য। সাঁকরাইল হাটগাছা নামক এলাকায় এক ব্যক্তি জলাশয় বুঝিয়ে কাজ শুরু করছিলেন। খবর পেয়ে পঞ্চায়েত সমিতির সদস্য রুপম সাধুখাঁ বাধা দিলে ওই ব্যক্তির সঙ্গে বচসা সৃষ্টি হয়। এই নিয়ে ওই সদস্যকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ হুমকিও দেয়। এই খবর সাঁকরাইল থানায় জানালে ঘটনাস্থলে পুলিশ আসে এবং পুলিশ সরজমিনে দেখে জেসিবি মেশিন বাহিরে বার করে দেয়। ওই মালিককে আটক করে। পঞ্চায়েত সমিতির সদস্য রুপম সাধুখা ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। এর সাথে ভূমি রাজস্ব দপ্তরেও অভিযোগ জানিয়েছেন তিনি।

দুমাস আগে এই জলাশয় বোঝানোর জন্য ঝরহাট গ্রাম পঞ্চায়েতে তরফ থেকে কাজ বন্ধ করে দেয়। আজ বৃহস্পতিবার সকালে সেই একই কাজ করতে গেলে বাধা দেন  পঞ্চায়েত সমিতির সদস্য।  তিনি চাইছেন জলাশয় না বুঝিয়ে এবং যতটুকু তিনি বুঝিয়েছেন পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। এই জলাশয় বোঝানো কে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন এবং পরিষ্কার বলে ছিলেন এই কাজের সঙ্গে যেই যুক্ত থাকুক কঠোর শাস্তি দেওয়া হবে এবং প্রশাসনকে কঠোর হাতে দমন করার জন্য নির্দেশ দিয়েছিলেন। দলের সৈনিক হিসেবে মুখ্যমন্ত্রীর কথায় তিনি রুখে দাঁড়ালেন এবং আপাতত কাজ বন্ধ করে দিয়েছেন। আগামী দিন দেখার বিষয় প্রশাসন কি ব্যবস্থা নেয়।

Related Articles