রাজ্যের খবর

ইলেকট্রিকের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঠিকা শ্রমিকের

Death of a contract worker after getting electrocuted while working with electricity.

Truth of Bengal: ইলেকট্রিক লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। ঘটনাটি ঘটেছে সোমবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের কানুপুর ভোল্লার মোড়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম মিঠুন দাস। তাঁর বাড়ি ফরাক্কা থানার অন্তর্গত অর্জুনপুর এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, মিঠুন দাস একটি বেসরকারি ঠিকাদার সংস্থা ‘বেঙ্গল কমার্শিয়াল’-এর অধীনে কাজ করতেন। সোমবার বিকেলে কানুপুর এলাকায় বিদ্যুৎ সংযোগ ঠিক করার সময় তিনি একটি ইলেকট্রিক পোলের ওপরে ওঠেন। সেই সময় পোলটিতে বিদ্যুৎ সংযোগ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। সহকর্মীরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃতের সহকর্মীরা জানিয়েছেন, অতিরিক্ত কাজের চাপ এবং পর্যাপ্ত কর্মী না থাকার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। তাঁদের অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতিতেই একজন শ্রমিকের প্রাণ চলে গেল। ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন স্থানীয়রা।

Related Articles