রাজ্যের খবর

ঘূর্ণিঝড় ‘দানা’-র ল্যান্ডফল শুরু, চলতে পারে ৫ ঘণ্টা

dana-has-turned-into-a-severe-cyclone

Truth of Bengal: ঘূর্ণিঝড় ‘দানা’-র ল্যান্ডফল শুরু, চলতে পারে ৫ ঘণ্টা।বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টি হচ্ছে। বইছে ঝোড়ো হাওয়া। বাংলায় দুর্যোগের আশঙ্কা। ‘দানা’র গতিবিধির উপর নজর রাখতে নবান্নের কন্ট্রোল রুমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকেই কন্ট্রোল রুমে নজর মুখ্যমন্ত্রীর।

মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের কন্ট্রোল রুমে রয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি-সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। উপস্থিত রয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাক্তন অধিকর্তা গোকুল চন্দ্র দেবনাথও।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক সম্মেলন করে জানান, ২ লাখ ১১ হাজার ২৩৪ জন মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। মোট ১ হাজার ২২৭টি রিলিফ ক্যাম্প করা হয়েছে। বিপদ না কাটা পর্যন্ত রিলিফ ক্যাম্পে সবরকম ব্যবস্থা থাকছে বলে জানান মুখ্যমন্ত্রী।

‘দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাজ্য সরকার’। নবান্নে চালু হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। কন্ট্রোল রুম নম্বর ১০৭০ এবং ০৩৩-২২১৪৩৫২৬।জনস্বাস্থ্য কারিগরি বিভাগের আলাদা কন্ট্রোল রুম। কন্ট্রোল রুম নম্বর ০৩৩-২৯৫২০১৬১।পূর্ত দফতরের তরফে খোলা রয়েছে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুম নম্বর ০৩৩-২২১৪ ১৮৫৮/ ০৩৩- ২২১৪ ১৮৫৫। কলকাতা পুরসভায় চালু কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বর ২২৮৬-১২১২/ ২২৮৬- ১৩১৩/১৪১৪। কলকাতা পুরসভার কর্মীদের ছুটি বাতিল। আলাদা কন্ট্রোল রুম লালবাজারের। কন্ট্রোল রুমের নম্বর ৯৪৩২৬-১০৪৫৫/ ৯৪৩২৬-১০৪৪৫, ৯৪৩২৬-১০৪৩০ হোয়াটসঅ্যাপ নম্বর ৬২৯২২-৬৩৪৪০। শিয়ালদা স্টেশন হেল্পলাইন নম্বর-২৩৫১৬৯৬৭। হাওড়া স্টেশন হেল্পলাইন নম্বর- ২৬৪১৩৬৬০/ ২৬৪০২২৪১/২৬৪০২২৪২/২৬৪১২৩২৩।

Related Articles