রাজ্যের খবর

স্কুলে বন্দুক নিয়ে দাদাগিরি দুই ছাত্রের, আতঙ্কিত পড়ুয়ারা

Dadagiri two students with guns in school, scared students

The Truth Of Bengal : স্কুলের ভিতরে আগ্নেয়াস্ত্র নিয়ে দাদাগিরি দশম শ্রেণীর দুই ছাত্রের। ঘটনাটি ঘটেছে শনিবার মুর্শিদাবাদের রেজিনগর থানার আন্দুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়ে। এই ঘটনায় চাঞ্চল্য রেজিনগরে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুদিন আগে মেন গেটের সামনে একটি সাইকেলের সিট খুলে নিয়ে চলে যাচ্ছিল দশম শ্রেণীর দুই ছাত্র। তারপরে তাতে বাধা দিতে গেলে গেটম্যানের সঙ্গে শুরু হয় তীব্র বচসা। ওই বচসাকে কেন্দ্র করে স্কুলের মধ্যে গেট ম্যানকে খুন করার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয়েছিল বলে অভিযোগ। এই ঘটনায় স্কুলের চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। দুজনেই দশম শ্রেণীর ছাত্র। তাদের দুজনের নাম সন্তু ঘোষ ও রনির্বাণ ঘোষ।

এরপর ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় রেজিনগর থানা পুলিশ। পৌঁছেই তারা দুজনকে আটক করেন। এই ঘটনায় রীতিমত আতঙ্কিত স্কুলের পড়ুয়ারা থেকে শুরু করে ছাত্র ছাত্রীদের অভিভাবকেরা।

এই ঘটনায় আন্দুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক জাহাঙ্গির আলম জানান, ‘‘পড়ুয়াদের কাছ থেকে খবর পাই যে, ওদের কাছে একটি দেশি বন্দুক আছে। আমরা কোনও রকম ঝুঁকি না নিয়ে পুলিশকে খবর দিয়েছি। পুলিশ দু’জনকে আটক করেছে। বন্দুক কোথা থেকে এল, কী ভাবে এল, তা তদন্তকারীরা খতিয়ে দেখবেন।’’

Related Articles