কলকাতারাজ্যের খবর

Cyclone Mantha: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মন্থা’, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস

ল্যান্ডফলের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Truth of Bengal: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মন্থা’-র প্রভাবে ফের দুর্যোগের মুখে বাংলা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার রাতে সাগরে তৈরি হওয়া এই শক্তিশালী ঘূর্ণিঝড়টি মঙ্গলবার সন্ধ্যা বা রাতে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মধ্যবর্তী এলাকা দিয়ে আছড়ে পড়তে পারে। ল্যান্ডফলের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বিভিন্ন দিনে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম-সহ অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।বুধবার দুর্যোগের মাত্রা বাড়তে পারে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সমস্ত জেলাতেই ঝোড়ো হাওয়া বইতে পারে। উপকূলের জেলাগুলিতে হাওয়ার দাপট বেশি থাকবে (Cyclone Mantha)।

বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদে। দুই বর্ধমান, নদীয়া, পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনা জেলায় ভারী ও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই দিন দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। ৩০শে অক্টোবর পর্যন্ত বাংলার উপকূলের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকবে (Cyclone Mantha)।

উত্তরবঙ্গে মঙ্গলবার বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। তবে বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। মালদহ, দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাগুলিতে বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার এবং দুই দিনাজপুর-সহ অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে (Cyclone Mantha)।

Related Articles