চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘ডানা’, সতর্কতা জারি নবান্নের
Cyclone 'Dana' is eye-searing, Nabanna warns

Truth Of Bengal, Barsa Sahoo : চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘ডানা’। দুর্গাপুজো মিটতে না মিটতেই দুর্যোগের আশঙ্কা বাংলায়। মধ্য আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এটি বুধবার গভীর নিম্নচাপে পরিণত হবে। মুখ্য সচিব মনোজ পন্থ জেলা প্রশাসকদের দুর্যোগ মোকাবিলার জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই বাংলা-ওডিশা উপকূলে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি। সতর্কতা জারি করেছে নয়া দিল্লির মৌসম ভবন।
বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডানা’ তৈরি হতে পারে, যা ওড়িশা, অন্ধ্রপ্রদেশ অথবা বাংলাদেশে আছড়ে পড়তে পারে। তবে বাংলায় এর প্রভাব কেমন হবে, তা এখনও নিশ্চিত নয়। নবান্নে জরুরি বৈঠকে জেলা প্রশাসকদের উপকূলবর্তী বাঁধগুলোর অবস্থা পরিদর্শন এবং স্থানীয় জনগণকে সতর্ক করার নির্দেশ দেওয়া হয়েছে। ত্রাণ শিবির খোলা এবং পর্যাপ্ত ত্রাণ মজুত রাখারও ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা জানিয়েছেন, সোমবার এটি মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করবে। মঙ্গল থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। রাজ্য সরকার এখন দুর্যোগ মোকাবিলার প্রস্তুতির দিকে মনোযোগ দিচ্ছে।