রাজ্যের খবর
Trending

জাতীয় সড়কের পাশে ঠায় দাঁড়িয়ে গজরাজ, হাতি দেখতে ভিড় পর্যটকদের

Crowds of tourists stand on the side of the national highway to see elephants and elephants

The Truth Of Bengal: জাতীয় সড়ক থেকে জঙ্গলে হাতি দেখতে মানুষের ভিড়। ডুয়ার্সের চালসা -নাগরাকাটা জাতীয় সড়কের খুনিয়া মোড় এলাকার ঘটনা।

জাতীয় সড়কের পাশে জঙ্গলে ঠায় দাঁড়িয়ে গজরাজ। দাঁড়িয়ে থাকা গজরাজকে দেখতে পথচারীদের ভিড়। বৃহস্পতিবার বিকেলে ডুয়ার্সের চালসা -নাগরাকাটা জাতীয় সড়কের খুনিয়া মোড় এলাকার ঘটনা। জানা যায়, এদিন একটি হাতি সড়কের পাশে চাপড়ামারী জঙ্গলের মাঝে দাঁড়িয়ে ছিল। জাতীয় সড়ক থেকে দাঁড়িয়ে পরিষ্কার দেখা যাচ্ছিল হাতিটিকে।

হাতিটিকে দেখতে এদিন বিকেলে বহু মানুষের ভিড় হয় এলাকায়। অনেক যাত্রী ছোট গাড়ি ও বাইক থামিয়ে সেই হাতিটি দেখতে থাকেন ও মোবাইলে ক্যামেরা বন্দি করেন। হাতিটি দীর্ঘক্ষণ ওই এলাকায় ছিল। পরে অবশ্য সেটি আবার গভীর জঙ্গলে চলে যায়। তবে এদিন এই হাতি দেখে খুশি হয় অনেকেই।

Free Access

Related Articles