রাজ্যের খবর

মগরায় শুট আউট! গুলিবিদ্ধ দু’জন, আশঙ্কাজনক এক

Crocodile shoot out! Two shot, one in critical condition

Truth Of Bengal: হুগলির মগরায় গুলিবিদ্ধ অবস্থায় দু’জনকে উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় আহত হয়েছেন বছর চল্লিশের বিশ্বজিৎ দে এবং ৩০ বছরের মইদূল ইসলাম। গুরুতর অবস্থাতায় দুজনকে প্রথমে নিয়ে যাওয়া হয় চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে। কিন্তু পরে বিশ্বজিৎ এর অবস্থা আরও আশঙ্কাজনক হওয়ার কারণে তাকে কলকাতার এক বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত দেড়টা নাগাদ হুগলির মগরা থানার নাকসা মোরের কাছে বাইক নিয়ে দুই ব্যক্তি মগরার দিকে যাচ্ছিল। সে সময় পিছন থেকে একটি চার চাকা গাড়ি তাদেরকে ফলো করে। তারপরে নাকসা মোর ছাড়িয়ে যেতে না যেতেই তাদেরকে কাছ থেকে গুলি করে। কয়েক রাউন্ড গুলি চলার পর, একদিকে গুলি এসে লাগে মইদূলের উরুতে। অপরদিকে গুলি এসে লাগে বিশ্বজিৎ এর হাত এবং পেটে। ঘটনাস্থলে আসার পর পুলিশ তাদেরকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায়।
এই ঘটনায় একটি মামলা রুজু করে ইতিমধ্যেই তদন্তে শুরু করে দিয়েছে পুলিশ। জানা গিয়েছে, প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে, পুরোনো শত্রুতার জেরেই হয়ত এমন ঘটনা ঘটেছে। এ বিষয়ে হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সরকার জানিয়েছেন, কি উদ্যেশ্যে নিয়ে কারা গুলি চালিয়েছে, তা নিয়ে সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles