রাজ্যের খবর

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা শ্মশান যাত্রী গাড়ির, মৃত ৩

Crematorium passenger car loses control and crashes into tree, 3 dead

Truth of Bengal:মাধব দেবনাথ,নদিয়া:নদিয়ায় আবারো মর্মান্তিক পথদুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা মারে শ্মশান যাত্রী গাড়ি। ঘটনাস্থলে আহত হয় কমপক্ষে ৩০ জন। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তিন জনের। আশঙ্কাজনক ৫ জনকে পাঠানো হয় কলকাতায়। স্বাভাবিকভাবেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

পথ দুর্ঘটনা এখন নিত্যদিনের ব্যাপার। এবার সেইরকমই এক মর্মান্তিক পথদুর্ঘটনা ঘটলো নদিয়ায়। জানা যায় নদিয়ার হাঁসখালীর হলদিপাড়া থেকে মৃতদহ নিয়ে নবদ্বীপের মহাশ্মশানে শেষকৃত্য করে বাড়ি ফেরার পথে হয় দুর্ঘটনাটি। নবদ্বীপ রোডের দেপাড়া পঞ্চায়েতের ঠাকুরতলার কাছে শ্মশান যাত্রী গাড়িটি একটি গাছে ধাক্কা মারে। তারপরেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা মারে শ্মশান যাত্রী গাড়ি।

ঘটনাস্থলে আহত হয় কমপক্ষে ৩০ জন। এরপর আহতদের তরিঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করে। আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে পাঠানো হয় কলকাতায়। এই মর্মান্তিক দুর্ঘটনার ফলে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

 

Related Articles