
Truth Of Bengal: উত্তরবঙ্গের অন্যতম সেরা আকর্ষন হলো লুপ পুল। কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই এই পুলের একি হাল! এই পুল বা ব্রিজের দু’ধারের অ্যাপ্রোচ রোডে দেখা গেছে ফাটল? ঐতিহ্যবাহী এই ব্রিজের এমন বেহাল দশা দেখে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে গেল গেল রব উঠেছে। সেইসাথে ধস নেমেছে বাগ্রাকোট থেকে সিকিমগামী নির্মীয়মান ৭১৭-এর জাতীয় সড়কের একাধিক জায়গাতেও। যা দেখে রীতিমতো আতঙ্কে স্থানীয় সাধারণ মানুষ ও পর্যটকরা।
যদিও এই সড়ক দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এন এইচ-১০ আপাতত বন্ধ থাকার কারনে সিকিম থেকে আসা বেশ কিছু গাড়িও এই পথেই চলাচল করছে। ইতিমধ্যে পুলের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মী থেকে শুরু করে সংশ্লিষ্ট নির্মানকারী সংস্থার আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন এলাকাবাসী।
জানা গিয়েছে যে, পুলের মূল কাঠামোর চুইখিম প্রান্তে রাস্তার ফাটল একেবারে পুল ছুঁয়ে ফেলেছে। ফাটলের কিছুটা জায়গায় রাতারাতি কংক্রিটের ঢালাই দিয়ে ঢেকে রাখার চিহ্নও একেবারে স্পষ্ট। নির্মানকারী সংস্থা সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির জেরে দু-পাশের অ্যাপ্রোচ রোডের কিছুটা অংশে ফাটল দেখা দিয়েছে। শীঘ্রই তা মেরামত করা হবে।রাস্তার নীচের মাটি প্রাকৃতিকভাবে কমপ্যাক্ট হতে আরও দু-তিন বছর লাগবে। তারপর সড়কটি স্থিতিশীল হবে।
এদিকে নিম্নমানের কাজের জেরে রাস্তায় বড় বড় ফাটল দেখা দিয়েছে বলে দাবি স্থানীয় মানুষজনের। এখন দেখার বিষয় কত দ্রুত এই ফাটল মেরামত করা হয়।