বনগাঁয় রেল লাইনে ফাটল, দীর্ঘ সময় বন্ধ থাকার পর চালু হল ট্রেন
Crack in railway line in Bangaon, trains resume after long closure

Truth Of Bengal: রেললাইনে ফাটলের জেরে শনিবার দিনের ব্যস্ত সময়ে চরম ব্যাহত হয় ট্রেন চলাচল। সম্পূর্ণভাবে ঘন্টাখানেক বন্ধ থাকে ট্রেন পরিষেবা। আপ এবং ডাউন উভয় লাইনেই ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে ফাটল মেরামতি করে ট্রেন চলাচল শুরু হলেও স্বাভাবিক হতে অনেক সময় নেয়।
চরম দুর্ভোগের শিকার নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ রেল যাত্রীরা। ঠাকুরনগর, চাঁদপাড়া সহ একাধিক স্টেশনে থমকে যায় ট্রেন। বনগাঁ রেল স্টেশনের কাছে রেললাইনে ফাটল ধরায় এই বিপত্তি ঘটে। অফিস টাইমে আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তির মুগু পড়েন রেল যাত্রীরা।
প্রতিদিন এই শাখায় লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন। শনিবার সকালে হঠাৎ নজরে আসে ফাটল। সঙ্গে সঙ্গে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছান। ফাটল সারানোর কাজ চলে। কিভাবে লাইনে ফাটল ধরল তা খতিয়ে দেখেন রেলের ইঞ্জিনিয়াররা।
তবে আগেই নজরে আসায় কোন দুর্ঘটনা ঘটেনি। তবে রেল যাত্রীরা নির্দিষ্ট গন্তব্যে বেরিয়ে থমকে যান বিভিন্ন রেল স্টেশনে। রেল সূত্রে জানা গিয়েছে এই রেল লাইনের ফাটল মেরামতি হওয়ার পর ট্রেন চলাচল শুরু করা হয়েছে। তবে কিছুটা সময় লেগেছে। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ করা হয়।