
The Truth of Bengal: রাজ্যের আলুর দাম বেড়ে যাওয়ায় ভিনরাজ্যে আলু রফতানিতে লাগাম পরাচ্ছে প্রশাসন। ঝাড়খণ্ডে সীমানার ডুবুরডিহি চেকপোস্টে চলছে নজরদারি। আটকে দেওয়া হচ্ছে রাজ্যবাসীর স্বার্থে আলু বোঝাই ট্রাক। বর্থমানে কেজিপ্রতি আলুর দাম ৩৪থেকে ৩৫টাকা। আশা করা হচ্ছে,অচিরেই আরো দাম কমবে আলুর,নিয়ন্ত্রণের মধ্যে থাকবে নিত্যপ্রয়োজনীয় এই জিনিসের দর।
গতমাসে .রাজ্যজুড়ে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের মতোই আলুর দাম লাগামছাড়াভাবে বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাম নিয়ন্ত্রণে তত্পর হন। তিনি প্রশাসনকে দাম কমানোর নির্দেশ দেন। সেইমতো বাজারে- বাজারে হানা দেয় পুলিশ-প্রশাসন। তাতে দাম কিছুটা কমেছে বলে ক্রেতারা জানিয়েছেন। এরপর,ভিনরাজ্যে আলু রফতানি কমিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ইতিমধ্যে.আলুর দাম চড়া পশ্চিম বর্ধমানে। আসানসোল থেকে রাজ্যের বাইরে আলু নিয়ে যেতে দেওয়া হচ্ছে না। ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় ডুবুরডিহি চেকপোস্টে নজরদারি চলছে। আলুভর্তি ট্রাক ঝাড়খণ্ড বা বিহারের দিকে যেতে চাইলে সেগুলিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। চেকপোস্টে আলুর ট্রাক আটকে দিচ্ছে পুলিশ। ট্রাক চালকরা তাতে ক্ষুব্ধ হলেও রাজ্যবাসীর স্বার্থে এই কড়া ব্যবস্থা নিতে হচ্ছে বলে প্রশাসনের কর্তারা জানিয়েছেন।
কিছু জায়গায় দালাল চক্র টাকার বিনিময়ে গাড়ি পারাপার করছে বলে অভিযোগ উঠেছে।চিকু নামে এক অভিযুক্ত দুষ্কর্মের নাটের গুরু বলে জানা যাচ্ছে। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কুলটি ব্লক যুব তৃর্ণমুল কংগ্রেসের সভাপতি বিমান দত্ত বলেন, চালকদের অভিযোগেই বোঝা যাচ্ছে অন্যায় একটা হচ্ছে!! অবিলম্বে পুলিশ কমিশনারের কাছে অনুরোধ করব পুলিশ অধিকারিকরা যেন ব্যবস্থা নেয়। মুখমন্ত্রীর নির্দেশমতো ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন তিনি। তৃণমূল নেতৃত্বের তরফে পুলিশ প্রশাসনের নজরে আনার চেষ্টা চলছে। কোথায় দুর্নীতি হচ্ছে, কে টোকেন দিচ্ছে, টোকেনের গুরুত্ব কি! তা খতিয়ে দেখছে প্রশাসনের কর্তারা।