রাজ্যজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, উত্তরে তাণ্ডবী হাওয়া
Continuous rain forecast across the state, thunderstorms with lightning in South Bengal, strong winds in the north

Truth Of Bengal: আবারও টানা বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। দফায় দফায় বৃষ্টি হলেও এখনও আশানুরূপ হয়নি তার প্রভাব। তবে আগামী ৮ মে পর্যন্ত দক্ষিণবঙ্গজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই সোমবার বিকেলের পর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
বর্তমানে রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা। সোমবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান সহ সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও তা ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্কতা জারি হয়েছে।
মঙ্গলবারও দক্ষিণবঙ্গে বজায় থাকবে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়াবিদদের মতে, বৃহস্পতিবার পর্যন্ত চলবে ঝড়-বৃষ্টির এই ধারা। তবে ভারী বৃষ্টির আশঙ্কা নেই।
অন্যদিকে, উত্তরবঙ্গের পরিস্থিতি আরও আশঙ্কাজনক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার-সহ একাধিক জেলায় আজ ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৫০-৬০ কিমির আশেপাশে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পর্যন্ত। যদিও তাপমাত্রার ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই আগামী পাঁচ দিনে।
টানা বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গে কমেছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা—স্বাভাবিকের চেয়ে নিচে রয়েছে পারদ। আপাতত কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে শুক্রবারের পর থেকে আবহাওয়ার ধারা বদলাতে পারে এবং শনিবার থেকে রাজ্যজুড়ে আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে পূর্বাভাস।