রাজ্যের খবর
যোগাযোগ করলেই মিলবে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা, কোথায় এবং কিভাবে ?
Contact will get free ambulance service, where and how?

The Truth Of Bengal : নিজস্ব সংবাদাতা, পশ্চিম মেদিনীপুর:- মুমুর্ষু রোগীকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং শহরের নাসিং হোমে গুলোতে অতি দ্রুত পৌঁছে দেবে ব্যাটারি টোটো অ্যাম্বুলেন্স। কাউন্সিলার মৌ রায় বলেন, “শুধু পাঁচ নম্বর ওয়ার্ডে নয়, মেদিনীপুর শহরে কারো অসুবিধা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে পরিষেবা দেওয়া হবে।”
মঙ্গলবার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজরংলাল আগারওয়াল ওয়ার্ড কাউন্সিলার মৌ রায়, পৌরপ্রধান সৌমেন খান, ডাক্তার বি,বি মন্ডল, ডাক্তার কৃপা সিন্ধু গাঁতাইত সহ বিশিষ্ট অতিথি বৃন্দ। বিশিষ্ট সমাজসেবী শ্রী বজরংলাল আগরওয়াল মহাশয়ের সহায়তায় এবং সবুজ সংগ্রামী সংঘ ও ৫ নম্বর ওয়ার্ডের সমস্ত মহিলা বৃন্দের উদ্যোগে এই প্রথম মেদিনীপুর শহরে ব্যাটারি টোটো অ্যাম্বুলেন্স পরিষেবা।