রাজ্যের খবর
Trending

কংগ্রেস সংবিধান পরিবর্তন করে দলিত ও ওবিসি কোটা কেড়ে ‘জিহাদি’ ভোটব্যাঙ্ককে দিতে চায়, বিস্ফোরক মোদি

Congress wants to change the constitution and take away Dalit and OBC quotas and give them to 'jihadi' vote banks, blasts Modi

The Truth Of Bengal : জিহাদি ভোটব্যাঙ্কের স্বার্থে সংবিধান বদলে ফেলতে চায় কংগ্রেস বর্ধমানের সভা থেকে এমনই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্ধমানের সভায় বক্তব্যে মোদি বলেন, ‘এরা ওবিসি, দলিত, পিছিয়ে পড়াদের থেকে অধিকার ছিনিয়ে নিয়ে জিহাদি ভোটব্যাঙ্ক পেতে ব্যস্ত। কারণ, দলিত, ওবিসি, আদিবাসীরা মোদিকে ভোট দেয়। তাই ৬০ বছর ধরে যারা কংগ্রেসের সঙ্গে ছিল, তারা এখন মোদির সঙ্গে। সেই জন্য কংগ্রেস ওবিসি, দলিত, পিছিয়ে পড়াদের শাস্তি দিতে চায় কংগ্রেস। জিহাদি ভোটব্যাঙ্কের স্বার্থে সংবিধান বদলে ফেলতে চায় কংগ্রেস।‘

বর্ধমানে সভা থেকে মোদি আরও বলেন, ‘ আমার চ্যালেঞ্জ, দেশকে লিখিত প্রতিশ্রুতি দিক কংগ্রেস ও ইন্ডি জোটের পার্টিরা যে, ধর্মের নামে সংবিধানে সংরক্ষণে বদল করবে না। যেখানে এদের রাজ্য সরকার আছে, সেখানে ধর্মের নামে মুসলমানদের সংরক্ষণ দেওয়া হবে না। বাংলা সাক্ষী, কংগ্রেস ধর্মের নামে দেশভাগ করেছে।‘ মোদি দাবি করেন, আগের বারের চেয়েও কম আসন পেতে চলেছে কংগ্রেস এবার। দেশও বুঝে গিয়েছে, এরা নির্বাচন লড়ার জন্য নির্বাচন লড়ছে না। ইন্ডি জোট নির্দিষ্ট একটি ভোটব্যাঙ্কের জন্য লড়ছে।

মোদির বক্তব্যের পাল্টা সরব হয়েছে কংগ্রেস। হাত শিবিরের দাবি, প্রথম দু দফার ভোটের পর দেখা যাচ্ছে চাপে আছে বিজেপি। সেখান থেকে বেরিয়ে আসার জন্য এই ভাবে মেরুকরণ করার চেষ্টা হচ্ছে। একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা কড়া হচ্ছে।‘

 

Related Articles