রাজ্যের খবর

বাড়িতে বসেই সেরে নিন এই সরকারি কাজ, চালু হল অনলাইন পরিষেবা

Complete this government work at home, online service has been launched

Truth Of Bengal: বাম আমলে লাল ফিতের ফাঁস বা দীর্ঘসূত্রিতার জট থাকায় জন পরিষেবা নিতে গেলে মানুষের সময় খরচ হত।হয়রানির মুখে পড়তে হত সাধারণ মানুষকে।তাই বাংলার কর্মসংস্কৃতি বহাল রাখার মতোই মানুষের সুবিধার্থে ২০২০তে চালু করা হয় দুয়ারে সরকার। সেই জনস্বার্থবাহী পরিষেবা মানুষের অনেকটাই সুবিধা করে দিয়েছে।একগুচ্ছ পরিষেবা প্রদান করে বাংলার দুয়ারে সরকার,অন্যরাজ্যের কাছে মডেল হয়ে উঠেছে। দিল্লিতেও আপ সরকার এই দুয়ারে সরকার পরিষেবা চালু করতে চলেছে।

আর সেই পরিষেবা প্রদানের কাজ সহজতর করতে রাজ্যের হাতিয়ার ডিজিটাল দাওয়াই। জাতিগত শংসাপত্র,ব্যক্তি পরিচয়পত্র,আয়ের শংসাপত্র সহ একগুচ্ছ পরিষেবা মিলবে। উচ্চশিক্ষার জন্য ডিসটান্স সার্টিফিকেট ও দেদার মিলবে অনলাইন ব্যবস্থায়। পঞ্চায়েত দফতরের পোর্টালে ঢুকে সিটিজেনস কর্নারে  ক্লিক করতে হবে।

পঞ্চায়েত দফতরের পোর্টালে ঢুকে ‘সিটিজেনস কর্নার’-এ গিয়ে সংশ্লিষ্ট লিঙ্কে ক্লিক করে শংসাপত্রের জন্য আবেদন করা যাবে। প্রয়োজনীয়  নথি ও তথ্য আপলোড করলেই মিলবে সার্টিফিকেট। আবেদনকারীকে দেওয়া সমস্ত তথ্য ও নথি যাচাই করে নেওয়া হবে। একজনের সার্টিফিকেট যাতে অন্য কেউ ডাউনলোড না করতে পারে, তা নিশ্চিত করতে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।বিশেষ করে সাইবার অপরাধের দুষ্টচক্র যাতে এই মানুষের কল্যাণকর প্রকল্পকে ব্যাহত না করতে পারে তারজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে। এক্ষেত্রে আবেদনকারীকে প্রথমেই দিতে হবে নিজের মোবাইল নম্বর। তাঁর মোবাইলে পাঠানো ওটিপি দিলে তবেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে।ধৈর্য ধরে বাড়িতে বসেই সরাসরি পরিষেবা পেয়ে যাবেন সাধারণ মানুষ।জনতার স্বার্থে এই জনপরিষেবা কার্যকর হলে রাজ্যবাসীর সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।

Related Articles