জল প্রকল্পের জায়গা বদলের অভিযোগ, গ্রামবাসীর ক্ষোভপ্রকাশে যথাযথ ব্যবস্থার আশ্বাস প্রশাসনের
Complaints about changing the location of the water project

The Truth of Bengal: লক্ষ্য ২০২৫ সালের মধ্যে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যে কাজ করে চলেছে রাজ্য সরকার। মালদার গাজলের চাকনগর গ্রাম পঞ্চায়েতের এলাকার জন্য একটি প্রকল্প বরাদ্দ হয়েছিল। কিন্তু, এলাকার মানুষের দাবি, এখন প্রকল্পটি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পাশের ন্যাংড়া শিমূল এলাকায়। বিষয়টি সামনে আসার পর ক্ষোভপ্রকাশ করেছে এলাকার মানুষ। বিডিও-র দ্বারস্থ হওয়ার পাশাপাশি শুরু হয়েছে প্রতিবাদ। গ্রামবাসীর দাবি, নির্ধারিত জায়গায় করতে হবে জল প্রকল্প।
বিষয়টি নিয়ে গাজোল বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক চিন্ময় বর্মন তদন্তের দাবি করেছেন। তাঁর বক্তব্য, নির্ধারিত জায়গায় হোক প্রকল্পটি। যেখানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে নতুন প্রকল্প গড়ে তোলা হোক। গ্রামবাসীরদের আশ্বস্ত করে গাজোল পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি মোজাম্মেল হোসেন জানান, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। কেন এমন হল সেটা তদন্ত করে দেখা হবে।
যেখানে প্রকল্প হওয়ার কথা সেখানেই প্রকল্প হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। এক জায়গার জন্য নির্ধারিত প্রকল্প অন্য জায়গায় যায় কী করে এই প্রশ্ন তুলছে এলাকার মানুষ। তাঁরা সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ শুরু করেছেন। তাদের বক্তব্য, যেখানে এই প্রকল্প বরাদ্দ হয়েছিল, সেখানেই গড়ে তোলা হোক। তবে তৃণমূল শাসিত পঞ্চায়েত সমিতির তরফে যথাযথ আশ্বাস পেয়ে তাঁরা খুশি।