রাজ্যের খবর

বিতর্কিত জমিতে বোর্ড লাগানো নিয়ে বচসা, মৃত ১

Complaint about putting up board on disputed land, 1 dead

The Truth Of Bengal : বিতর্কিত জমিতে ক্লাবের  বোর্ড লাগানোকে কেন্দ্র করে চললো গুলি,আর তার জেরে মৃত্যু ঘটলো এক ব্যক্তির। মৃত ওই ব্যক্তির নাম লালুয়া শেখ। বয়স আনুমানিক ৫৫ বছর। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের বাহিন গ্রাম পঞ্চায়েতের  ভুলকাই এলাকায়। মৃতের পরিবারের দাবি অভিযুক্ত সুলেমানের জমির পাশের একটি খাস জমিতে ক্লাবের বোর্ড টাঙানো হয়েছিলো আর সেই বোর্ড খুলে দেওয়ার জন্য হুমকি দেয় সুলেমান বলে অভিযোগ।

দিন সাতেক আগে  ক্লাবের ওই বোর্ড লাগানো ও তা সড়িয়ে ফেলার বিষয়ে গোলমাল বাধে সুলেমান ও লালুয়া শেখের বলে অভিযোগ। এই বিবাদে সুলেমান হক লালুয়া শেখকে  প্রকাশ্যে গুলি করে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেয় বলে অভিযোগ। এরপর এদিন লালুয়া শেখ যখন তাঁর দোকানে বসেছিলো সেই সময় কয়েকজন দুষ্কৃতী এসে লালুয়া শেখকে গুলি করে বলে অভিযোগ।  স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় লালুয়া শেখকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা লালুয়া শেখকে মৃত বলে ঘোষণা করে।

এই ঘটনার পরেই সুলেমানের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের লোক সহ স্থানীয়রা। এই ঘটনার পেছনে সুলেমানের হাত রয়েছে বলে ধারনা মৃতের পরিবারের।অন্যদিকে এই ঘটনায় মৃতের কোনো রাজনৈতিক পরিচয় না থাকলেও স্থানীয়দের প্রাথমিক অভিযোগ  অভিযুক্ত সুলেমান এলাকার তৃণমূল কর্মী বলেই পরিচিত।

 

FREE ACCESS 

Related Articles