Big Breaking: উদয়ন গুহকে সতর্ক করল কমিশন, গতিবিধি নিয়ন্ত্রণ, বেরোতে পারবেন না নিজের বিধানসভা এলাকার বাইরে
Big Breaking: Commission warned Udayan Guha

The Truth of Bengal: দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে নিজের এলাকার মধ্যেই আটকে দিল নির্বাচন কমিশন। শুক্রবার ভোটের দিন সকাল থেকে নিজের বিধানসভা এলাকার বাইরে বেরোতে পারবেন না তিনি। শুধুমাত্র দিনহাটা বিধানসভা এলাকার মধ্যেই থাকে থাকতে হবে। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তৃণমূল কংগ্রেসের এই বিধায়কের বিরুদ্ধে বিশেষ পুলিশ পর্যবেক্ষক এর কাছে অভিযোগ জানিয়েছিলেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক।
এলাকায় অশান্তির আবহ তৈরি হতে পারে ভোটের দিন তিনি এলাকায় ঘুরে বেড়ালে এমন অভিযোগ করা হয়েছিল। নির্বাচনের ঠিক আগের দিন সেন্সর করা হল তৃণমূলের এই নেতাকে। তবে শুধু তিনি নিজের বুথের মধ্যে আটকে থাকছেন তেমনটা জানানো হয়নি কমিশনের পক্ষ থেকে। বিধানসভা এলাকার বাইরে বেরোতে পারবেন না এমন নির্দেশ দিয়েছে কমিশন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তাঁকে বুথের মধ্যে আটকে রাখার পক্ষে সওয়াল করেছিলেন।
সেই দাবি জানিয়ে অভিযোগ করেন বিশেষ পুলিশ পর্যবেক্ষকের কাছে। সম্পূর্ণ অভিযোগটি খতিয়ে দেখার পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রের খবর। এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশন বিজেপির কথায় চলছে বলে অভিযোগ করেছে তৃণমূল। কমিশন পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করছে বলে অভিযোগ তৃণমূলের।