রাজ্যের খবর

বর্ষার আগেই রাস্তার কাজ শেষ করা নির্দেশ মুখ্যমন্ত্রীর

CM orders completion of road works before monsoon

Truth Of Bengal: ১ লক্ষ ৪৬ হাজার কিমি গ্রামীণ রাস্তা তৈরি করা হবে রাজ্যে। বর্ষার আগে এই রাস্তার কাজ শেষ করতে হবে। উত্তরবঙ্গের জেলাগুলি নিয়ে প্রশাসনিক বৈঠক থেকে এই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি আর্থিক বছরের বাজেটে এই রাস্তা নির্মাণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল। গ্রামীন এলাকায় ভেঙে পড়া রাস্তাকে নির্মাণ করা বা নতুন রাস্তা তৈরি এসবের জন্য অর্থ বরাদ্দ হয়।

প্রত্যন্ত এলাকায় সাধারণ মানুষের যাতায়াতির জন্য যাতে রাস্তা অন্তরায় হয়ে না উঠে সেদিকে নজর দেয় রাজ্য। বর্ষা শুরু হয়ে গেলে রাস্তা নির্মাণের কাজ ব্যাহত হবে। তাই হাতে যে ক’মাস সময় রয়েছে এর মধ্যেই সমস্ত কাজ শেষ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই নিয়ে প্রশাসনিক আধিকারিকদের উদ্যোগী হতে হবে।

উত্তরবঙ্গের জেলাগুলির প্রশাসনিক কর্তাদের এ বিষয়ে আরও তোড়জোড় হতে নির্দেশ দেন। বিধানসভার বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাংলার গ্রামীণ রাস্তা নির্মাণের জন্য পথশ্রী প্রকল্পে ১ লক্ষ ৪৬ হাজার কিমি গ্রামীণ রাস্তা তৈরি করার কথা ঘোষণা করেছিলেন। মুখ্যমন্ত্রীর নজরে এই রাস্তা নির্মাণের কাজ। তাই জেলা প্রশাসনের কর্তাদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।

Related Articles