আব্দুর রেজ্জাক মোল্লার প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
CM condoles death of Abdur Razzak Molla

Truth Of Bengal: প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ভাঙড়ের বাকড়ি গ্রামে নিজের বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আব্দুর রেজ্জাক মোল্লার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আমার সহকর্মী, আব্দুর রেজ্জাক মোল্লা’র প্রয়াণে আমি শোকাহত ও মর্মাহত। তিনি রাজ্য মন্ত্রিসভায় আমার সহকর্মী ছিলেন। তাঁকে আমি শ্রদ্ধা করতাম, সম্মান করতাম।
বাংলার গ্রামজীবন, কৃষি-অর্থনীতি ও ভূমি-সংস্কার বিষয়ে তাঁর জ্ঞান ও অভিজ্ঞতা ছিল সুবিদিত। তাই একসময় অন্য ধারার রাজনীতি করলেও,…
— Mamata Banerjee (@MamataOfficial) April 11, 2025
এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন,’ আমার সহকর্মী, আব্দুর রেজ্জাক মোল্লা’র প্রয়াণে আমি শোকাহত ও মর্মাহত। তিনি রাজ্য মন্ত্রিসভায় আমার সহকর্মী ছিলেন। তাঁকে আমি শ্রদ্ধা করতাম, সম্মান করতাম।বাংলার গ্রামজীবন, কৃষি-অর্থনীতি ও ভূমি-সংস্কার বিষয়ে তাঁর জ্ঞান ও অভিজ্ঞতা ছিল সুবিদিত। তাই একসময় অন্য ধারার রাজনীতি করলেও, মা-মাটি-মানুষের সরকারে তাঁর মিলিত হয়ে যাওয়া ছিল সহজ ও স্বাভাবিক। তাঁর প্রয়াণে বাংলার রাজনৈতিক জীবনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল। আমি তাঁর পরিবারবর্গ, অসংখ্য অনুগামী ও শুভানুধ্যায়ীকে আমার আন্তরিক সমবেদনা জানাই।‘
উল্লেখ্য, বাম আমলে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন আব্দুর রেজ্জাক মোল্লা । ভূমি ও ভূমি সংস্কার দফতরের দায়িত্বে ছিলেন এই মন্ত্রী। পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে ভাঙড়ের বিধায়ক হন। তৃণমূল সরকারের আমলেও রাজ্যের মন্ত্রী ছিলেন রেজ্জাক। তাই তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।