রাজ্যের খবর

নন্দীগ্রামে কৃষি সমবায় নির্বাচনে ধুন্ধুমার, আহত বিজেপি-তৃণমূল কংগ্রেসের কয়েকজন কর্মী সমর্থক

Clashes erupt in Nandigram agricultural cooperative elections, several BJP-Trinamool Congress workers and supporters injured

Truth Of Bengal: পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম রাজ্যের দ্বিতীয় বৃহত্তম কৃষি সমবায় ব্যাংকের নির্বাচনকে কেন্দ্র করে ধুন্ধুমার। এদিন সকাল থেকে কৃষি সমবায় নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূল উত্তেজনা ছিল টানটান। কয়েক ঘন্টা ভোট হতেই নন্দীগ্রামের কাঞ্চননগর হাইস্কুলের সামনে দেখা গেল বোমাবাজির ঘটনা। যাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।

এই মুহূর্তে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। ভোটগ্রহণ কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে এই বোমা বাজির অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এদিকে ঘটনাস্থলে হাজির হয়েছেন প্রাক্তন সাংসদ তথা বর্তমান বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী। রবিবার তমলুক এগ্রিকালচার কো-অপারেটিভ ব্যাংকের নির্বাচন চলছে বারটি ব্লক জুড়ে। যেখানে মোট আসন সংখ্যা ৬৯ টি। মোট ভোটার ৫৫ হাজার ৪৭১ জন। ২০০৯ সালের পর এই প্রথম এই কৃষি সমবায় ব্যাংকে নির্বাচন হচ্ছে। একপ্রকার শুভেন্দু বিজেপিতে যাওয়ার পর এই প্রথম নির্বাচন। তাই বিজেপি এবং তৃণমূল উভয়পক্ষ নিজেদের ক্ষমতা ধরে রাখতে প্রস্তুত বলা চলে।

তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক মেঘনাথ পাল জানান, ” আদালতের নির্দেশে তমলুক এগ্রিকালচার কো-অপারেটিভ ব্যাংকের নির্বাচন শুরু হয় রবিবার। বেলা বাড়তেই শাসক দলের মদতপুষ্ট দুষ্কৃতিরা বোমাবাজি করে অশান্তি সৃষ্টি করে। আমরা শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়েছি প্রশাসনের কাছে”।

তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অসীত ব্যানার্জি জানান, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর বিধানসভায় ক্ষমতা ধরে রাখতেই প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী উপস্থিতিতে বোমাবাজি হয়। ক্ষমতায় থাকায় এলাকায় অশান্তি সৃষ্টি করার চেস্টা করে চলেছে ওরা। ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে। ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছে।।

Related Articles