থানায় স্বামীহারাকে বিয়ে করলেন সিভিক ভলেন্টিয়ার
Civic volunteer marries widow at police station

Truth Of Bengal: ধুমধাম করে থানাতেই বসে বিয়ের আসর। স্বামী হারা মহিলাকে বিয়ে করলেন সিভিক ভলেন্টিয়ার। থানাতেই আয়োজন করা হয় ভুরিভোজের। চার হাত এক করে দেন নদিয়ার চাপড় থানার আইসি অনিন্দ মুখার্জি। সামাজিক-আইনগত মর্যাদা মেলায় খুশি নববিবাহিতা মহিলা। আরজিকর কাণ্ডের পর সিভিক ভলেন্টিয়ারদের সম্পর্কে ভুল ধারণা হয়। এখন সেই সিভিক ভলেন্টিয়াররাই সমাজের কথা ভেবে এগিয়ে আসায় বদলে যাচ্ছে ধারণা।
থানায় স্বামীহারাকে বিয়ে করলেন সিভিক ভলেন্টিয়ার pic.twitter.com/qh2sMz2P3g
— TOB DIGITAL (@DigitalTob) February 26, 2025
মুর্শিদাবাদের কান্দির পর নদিয়ার চাপড়া। থানার মধ্যেই ধুমধাম করে বসে বিয়ের আসর।স্বামীহারা মহিলা কে বিয়ে করে বড় নজির গড়লেন সিভিক ভলেন্টিয়ার।আরজি করে তরুণী চিকিত্সকের নির্যাতনও খুনের ঘটনায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় গ্রেফতার হওয়ার পর সমাজে ভুল বার্তা যায়। এখন সেই সিভিক ভলেন্টিয়াররাই সমাজের কল্যাণে এগিয়ে আসায় তাঁদের প্রতি মানুষের ধারণা বদলে যাচ্ছে। জনমনে ইতিবাচক ধারণা তৈরি হচ্ছে।
চাপড়া থানার আইসি অনিন্দ মুখার্জি জানতে পারেন, স্বামীহারা মামণি ঘোষের সঙ্গে সিভিক ভলেন্টিয়ার রথীন হালদারের সম্পর্ক গড়ে উঠেছে। একুশে স্বামী ক্যান্সারে মারা যাওয়ার পরই বন্ধুত্বের বাঁধনে জড়িয়ে পড়েন রথীনের সঙ্গে। হৃদয়ের সম্পর্ককে সামাজিক বৈধতা দিতে এগিয়ে আসেন আইসি আনিন্দ মুখার্জি। চারহাত এককরে দেন আইসি নিজেই। ধর্মীয় রীতি মেনে আয়োজন করা হয় বিয়ের অনুষ্ঠানের। চার হাত এক করে দেওয়ার মতো পবিত্র কর্তব্য সম্পাদন করতে পেরে বেজায় খুশি আইসি।
সামাজিকও আইনগত মর্যাদা মেলায় খুশি নবদম্পতি।সম্পর্ক পাকা হওয়ায় তাঁরা নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।আশা করা হচ্ছে,নব দম্পতির স্বপ্নপূরণ হওয়ায় সুখও শান্তিতে সহাবস্থান করতে পারবেন। সামাজিক সম্মান ও রীতিকে মান্যতা দিয়েই সম্পর্কের নতুন পথচলা শুরু হল রথিন আর মামণির।