
The Truth of Bengal: আসানসোল পৌরনিগমের 15 নম্বর ওয়ার্ডের সোহরাওয়ার্দী গ্রামের চার্চে আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অগ্নিকাণ্ডের ফলে চার্চের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।স্থানীয় বাসিন্দা ও কাউন্সিলার জানান, এর আগে কখনোই এমন ঘটনা ঘটেনি। হঠাৎ আগুন লাগার ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন।
চার্চের ফাদারের অভিযোগ, গতকাল রাতে ঘরে শুয়ে থাকার সময় বিকট আওয়াজ শুনেছিলেন। তিনি ভেবেছিলেন কোনো চোর বা কেউ এসেছে। ঘর থেকে বেরিয়ে আসার পর দেখেন দাউ দাউ করে আগুন চার্চের মধ্যে লেগে গেছে।
তিনি দমকল বিভাগকে ফোন করলেও দেরিতে আসার ফলে চার্চের সবকিছু পুড়ে পুড়ে ছাই হয়ে গেছে।দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন চার্চের পুরো অংশে ছড়িয়ে পড়ার কারণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।