চোপড়ার ঘটনায় প্রতিবাদী চিরঞ্জিৎ, ‘সাইকোপ্যাথ’ যুবকের চরম শাস্তি চাইলেন
Chiranjit, a protester in Chopra's case, demanded extreme punishment for the 'psychopath' youth

The Truth Of Bengal: চোপড়ায় যুগলের ওপর মধ্যযুগীয় বর্বরতার প্রতিবাদ জারি। এবার এই বিষয়ে মুখ খুললেন অভিনেতা-বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। চোপড়ার ঘটনাকে তিনি ধিক্কার জানিয়ে বলেছেন, “এরকম কোনও সাইকোপ্যাথ কোনও অঞ্চলে যদি থাকে তা হলে খুব মুশকিল। তাদের যা ইচ্ছে করতে পারে। যে কোনওভাবে প্রভাবিত করতে পারে। তারা কারও কথা শোনে না। তাদের পুনর্বাসন হয় না। তারা শোধরায় না, পালটায় না। তারা এক থাকে অবং এই ধরনের অন্যায় কাজগুলো করতে থাকে সে এটাই তার স্বভাব। এর একটা চরমতম শাস্তি হওয়া উচিত।”
ঘটনার ভাইরাল ভিডিয়ো-তে দেখা যায়, মাটিতে ফেলে এক যুবক ও যুবতীকে কঞ্চির ছড়া দিয়ে বেধড়ক মারধর করছেন এক যুবক। এই ঘটনায় অভিযোগ ওঠে তাজিমুল ইসলাম ওরফে জেসিবি-র বিরুদ্ধে। বিষয়টিতে কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। ইতিমধ্যেই জেসিবি-কে গ্রেফতার করা হয়েছে।
চোপড়ার তরুণ-তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতা তাজিমুল ইসলামকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে একাধিক ধারায় মামলা দায়ের করা হয় চোপড়া থানার পুলিশের তরফে। এই ঘটনায় প্রশাসনের তরফে শো-কজ করা হয়েছে চোপড়া থানার আইসি অমরেশ সিং-কে। সেই সঙ্গে আক্রান্ত তরুণীকে পুলিশ তরফে নিরাপত্তা দেওয়া হয়েছে।
চোপড়ার এই ঘটনায় বিভিন্ন মহল থেকে প্রতিবাদ জারি আছে। বিদ্বজ্জন থেকে শুরু করে সমাজের সব মহল থেকে চলছে প্রতিবাদ। এবার ঘটনাটির তীব্র প্রতিবাদ করলেন রাজ্যের শাসক দলের বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। ওই যুবককে ‘সাইকোপ্যাথ’ আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।