রাজ্যের খবর
তিন বছরে শিশু কন্যাকে যৌন নিগ্রহ, অভিযুক্তকে আজ আদাতলে পেশ
Child girl sexually abused for three years, accused to be produced in court today

Truth Of Bengal: তিন বছরে শিশু কন্যাকে যৌন নিগ্রহ! এমনই অভিযোগ উঠেছে বীরভূমে। সোমবার সেই অভিযোগের ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক যুবককে। মঙ্গলবার তাকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে।
ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার ম্যানেজার পাড়ায়। ধৃতের নাম সনু মুর্মু। পরিবার সূত্রে খবর, সোমবার দুপুর দুটো নাগাদ শিশু কন্যাটিকে ডেকে নিয়ে যায় পাড়ার ওই যুবক সনু মুর্মু। তার কিছুক্ষণ পরে বাড়িতে এসে কন্যাটি তার মাকে সবকিছু বলে। শিশুটির মা সবটা বুঝতে পেরে মল্লারপুর থানায় বিষয়টা জানায়। সেদিনই মল্লারপুর থানার পুলিশ ওই যুবকটিকে গ্রেফতার করে। এবার মঙ্গলে তাকে পেশ করা হবে আদালতে।