রাজ্যের খবর
প্রসূতি মৃত্যুতে গাফিলতি স্বীকার মুখ্য সচিবের
Chief Secretary admits negligence in maternal death

Truth Of Bengal: নবান্নে জমা পড়লো সিআইডি রিপোর্ট। প্রসূতি মৃত্যুর ঘটনায় একাধিক অভিযোগ সামনে এসেছে। তার সত্যতা নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়া হল। স্যালাইন কাণ্ডের পূর্ণাঙ্গ রিপোর্টে ছত্রে ছত্রে অসতর্কতার চিহ্ন পাওয়া গিয়েছে।
স্ট্যান্ডিং অপারেটিং প্রটোকল মানা হয়নি বলে রিপোর্টে উল্লেখ। এমনকি শিক্ষানবিস চিকিৎসকদের দিয়ে অপারেশন করানোর মতন গুরুতর তথ্য সামনে এসেছে। চিকিৎসকরা দায়িত্ব পালন করলে হয়তো প্রসুতি ও তার সন্তানকে বাঁচান যেত বলে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।