
Truth Of Bengal: মুখ্য সচিবের মাধ্যমে ফোনে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার আবেদন জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মোবাইলে জুনিয়র ডাক্তারদের বলেন, তিন-চার মাস সময় দিন, আপনাদের সমস্ত কিছু ব্যবস্থা করা হবে। আপনারা কাজে ফিরুন। যদি হাসপাতালে চিকিৎসা না পায় গরিব মানুষ যাবে কোথায়।
কাজের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের বলেন আবারও তিনি আলোচনা বসতে রাজি। দিদি হিসাবে তাদের কাছে আবেদন করেন অবিলম্বে কাজে ফিরে আসার। মুখ্যমন্ত্রী বলেন আপনাদের ইলেকশনের বিষয়ে সিদ্ধান্ত নেব। এই নিয়ে চার মাস সময় চেয়ে নেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সামনে উপনির্বাচন রয়েছে। এছাড়া কালীপুজো সহ উৎসব রয়েছে। এইসব কেটে গেলে ইলেকশনের বিষয় নিয়ে আলোচনা করবেন।
মুখ্যমন্ত্রী বলেন আন্দোলন করার অধিকার সবার আছে। সাধ্যমত যতটা পারবেন সাহায্য করার চেষ্টা করবেন। এর আগে পাঁচটার মধ্যে চারটে দাবি মেনে নিয়েছেন। আন্দোলনকারীদের সময় দিয়েছেন। আন্দোলনকারীদের দাবির সঙ্গে তার নৈতিক সমর্থন রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।