উত্তরবঙ্গে টানা জনসভা মুখ্যমন্ত্রীর, শুক্রবার কোথায় রয়েছে সভা জেনেনিন
Chief Minister's public meeting in North Bengal

The Truth of Bengal: রাজ্যে প্রথম দফার ভোট আগামী ১৯ এপ্রিল। ভোটপ্রচারে এখন উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ জোড়া সভা করবেন তিনি। একটি সভা হবে আলিপুরদুয়ার লোকসভার অধীন তুফানগঞ্জে। দ্বিতীয়টি হবে জলপাইগুড়ি লোকসভা এলাকায়। ২০১৯ সালের লোকসভা ভোটে এই দু’টি আসনই জিতে নিয়েছিল বিজেপি। এ বার ওই আসন জিততে চায় তৃণমূল।
আলিপুরদুয়ারে তৃণমূল প্রার্থী করেছে প্রকাশ চিক বরাইক এবং জলপাইগুড়িতে বিধায়ক নির্মলচন্দ্র রায়কে।এপ্রিলের শুরু থেকে উত্তরবঙ্গে টানা জনসভা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার কোচবিহারে নরেন্দ্র মোদীর সঙ্গে ডুয়ালের পর ঘূর্ণিঝড় বিধ্বস্ত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে জনসভা করবেন তৃণমূল নেত্রী। শুক্রবার আলিপুরদুয়ারের তুফানগঞ্জে সভা মমতার। তাঁর দ্বিতীয় জনসভা জলপাইগুড়ির এবিপিসি গ্রাউন্ডে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, শুক্রবার টর্নেডো বিধ্বস্ত এলাকার মানুষের সমস্যা ও ত্রান নিয়ে বিজেপিকে আক্রমণ করতে পারেন তৃণমূল নেত্রী।
আকষ্মিক টর্নেডোয় উত্তরবঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক মানুষ। ভেঙে গিয়েছে ঘরবাড়ি, স্কুল। নির্বাচনী বিধি কার্যকর থাকায় এখনও কোনও ক্ষতিপূরণ দিতে পারেনি সরকার। এই নিয়ে নির্বাচন কমিশনকে চিঠিও পাঠিয়েছে নবান্ন। গত রবিবার ক্ষনিকের ঝড়ে লণ্ডভণ্ড হয় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার একাংশ। রাতেই বিশেষ হেলিকপ্টারে ঘটনাস্থলে যান তৃণমূল নেত্রী। দেখা করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে। শুক্রবার উত্তরবঙ্গে জোড়াসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের।