রাজ্যের খবর
Trending

সপ্তাহের শুরুতেই তমলুকের জেলা সফরে মুখ্যমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন

Chief Minister on district tour of Tamluk

The Truth Of Bengal : সপ্তাহের শুরুতেই সোমবার জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়িতে প্রশাসনিক ভবন লাগোয়া ময়দানে সরকারি জনসভা করবেন মুখ্যমন্ত্রী। এদিনের এই সভা থেকে তিনি ১৪৩৪ কোটি টাকা মূল্যের মোট ৪৯৩ টি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন। তবে এদিন মুখ্যমন্ত্রীর হাত ধরে যে সমস্ত প্রকল্পগুলি উদ্বোধন হতে চলেছে তার মধ্যে থেকে সবথেকে বড় প্রকল্প হল ১০৬ কোটি টাকা ব্যয়ে তমলুক শহরে প্রতিটি বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হবে।

সূত্রের খবর, সোমবার মুখ্যমন্ত্রীর হাত ধরে ৪৭৪ কোটি ৩৪ লক্ষ টাকা মূল্যের মোট ১৪৭ টি প্রকল্পের শিলান্যাস হতে চলেছে। সেই সঙ্গে ৯৬০ কোটি ৮৬ লক্ষ টাকা খরচ করে ৩৪৬ টি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এছাড়া ১ কোটি ৯৭ লক্ষ টাকা ব্যয়ে রূপনারায়ণ নদ বরাবর ১৪ নম্বর ওয়ার্ডের সৌন্দর্যায়নের কাজ করা হবে। সেই কাজেরও সূচনা এই দিনেই করবেন মুখ্যমন্ত্রী।

এছাড়াও পুরসভার ১ ও ২০ নম্বর ওয়ার্ডের দুটি স্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস করবেন তিনি। এর জন্য ছলক্ষ ৬৯ হাজার টাকা খরচ করা হবে বলে জানা যাচ্ছে। সোমবার এই সভা শেষ করে মেদিনীপুর এই রাত্রিবাস করবেন মুখ্যমন্ত্রী। ফের মঙ্গলবার মেদিনীপুর জেলায় সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। তারপর কলকাতায় ফিরে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

 

FREE ACCESS

Related Articles