রাজ্যের খবর

‘INDIA’ জোটের বৈঠকের আগে সোমবার দলীয় সাংসদের সাথে বৈঠক মুখ্যমন্ত্রীর

Chief Minister meeting with party MPs on Monday ahead of 'INDIA' alliance meeting

The Truth Of Bengal : বাংলার বকেয়া আদায়ের দাবি নিয়ে রবিবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে রাজ্যের বিভিন্ন পাওনা গন্ডা নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বৈঠকে থাকবেন দলীয় সাংসদরা। ১৯ তারিখ ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠক এবার আয়োজিত হবে দিল্লিতে। জানা যাচ্ছে সেই বৈঠকেও যোগদান করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারই দিল্লি গিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তবে সেসব বৈঠকের আগে ১৮ তারিখ সোমবার বঙ্গভবনে দলীয় সাংসদের সঙ্গে বৈঠক আছে তৃনমূল সুপ্রিমোর। এরপর সাংবাদিক সম্মেলনও করবেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে সংসদে চলছে শীতকালীন অধিবেশন। আর এই অধিবেশনের মধ্যে আচমকাই হামলা করেন কিছুজন। এই হামলা কাণ্ড নিয়ে এই মুহূর্তে রীতিমত উত্তপ্ত লোকসভা ও রাজ্যসভা। শুধু কলকাতা নয়, দিল্লিতে ও প্রতিবাদের ঝড় তুলে দিয়েছে শুনে মূল কংগ্রেস। ডেরেক ওব্রায়েন সহ বিরোধীদের আরও ১৪ জন সংসদ ইতিমধ্যেই সাসপেন্ড হয়েছেন। এমন একটি আবহে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং খুব স্বাভাবিকভাবেই রাজধানীর রাজনৈতিক ব্যক্তিত্বরা নজর রাখছেন মুখ্যমন্ত্রীর সফরের উপর। হাতে মাত্র আর কয়েকটা মাস বাকি ২০২৪-এ লোকসভা নির্বাচনের। তার আগে বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে ইন্ডিয়া জোট যাতে মাঠে নামতে পারে সেক্ষেত্রে নিজের সক্রিয় ভূমিকা পালন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এবারে ইন্ডিয়া জুটের বৈঠকের মূল আলোচ্য বিষয় রাজ্যভিত্তিক আসন সমঝোতা। ১৮ই ডিসেম্বর দুপুর আড়াইটা নাগাদ দিল্লির বাসভবনে দলীয় সংসদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। পরের দিন অর্থাৎ ১৯ শে ডিসেম্বর তিনি যোগ দেবেন ইন্ডিয়া জোটের বৈঠকে। সেদিন বিকেল ৩ টের সময় দিল্লির অশোকা হোটেলে বসতে চলেছে ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক। তারপরের দিন অর্থাৎ কুড়ি তারিখ সংসদ ভবনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাবেন নিজের দলীয় কার্যালয়। ফলে তো? মুখ্যমন্ত্রীর এই দিল্লির সফর রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে।

 

FREE ACCESS

Related Articles