রাজ্যের খবর
Trending

বীরভূমের সভা থেকে এনআরসি-সিএএ ইস্যুতে আবারও সোচ্চার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Chief Minister Mamata Banerjee speaks again on NRC-CAA issue from Birbhum meeting

The Truth Of Bengal : লোকসভার আগে এনআরসি-সিএএ ইস্যুর মাধ্যমে নতুন কৌশলে অধিকার কাড়ার চেষ্টা হচ্ছে। বাংলার নাগরিকদের আধারকার্ড নিষ্ক্রিয় করা হচ্ছে। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে সিউড়ির প্রশাসনিক সভা থেকে এই গুরুতর অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আশ্বস্ত করেন, বাংলায় এনআরসি করা হবে না। আধার লিঙ্ক না থাকলেও কেউ বঞ্চিত হবেন না।রাজ্য সরকার, অনলাইন পোর্টালের মাধ্যমে লক্ষ্নীর ভাণ্ডার,স্বাস্থ্যসাথী সহ নানা পরিষেবা চালু রাখবে।

হয়তো একমাসের মধ্যেই লোকসভার ভোট ঘোষণা হতে পারে। ভোটের আগে কেন্দ্রের বিজেপির সরকার অধিকার কেড়ে নিতে চাইছে।সিএএ- এনআরসির চক্রান্ত করা হচ্ছে। সিউড়ির প্রশাসনিক সভা থেকে এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তথ্য হিসেবে তুলে ধরলেন পূর্ব বর্ধমানের জামালপুরের কথা।সেখানে ৫০জনের আধারকার্ড নিষ্ক্রিয় করা হয়েছে।আধারকার্ড ডি-অ্যাক্টিভেট করা  হয়েছে দুই ২৪পরগনা,নদিয়ার মতোই উত্তর বাংলায়।ডাকযোগে এই আধারলিঙ্ক বাতিল করে দেওয়ার ফলে রাজ্যের বহু মানুষ আতঙ্কিত,আশঙ্কায় রয়েছেন যেকোনও সময় সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।কিন্তু কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে লড়াই করা মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, সিএএ-এনআরসি বাংলায় কোনওভাবেই লাগু হবে না। ভোটের আগে আধার লিঙ্ক কেটে দেওয়া চক্রান্ত। লক্ষ্মীর ভান্ডার-স্বাস্থ্যসাথী যাতে কেউ না পায় এটা ষড়যন্ত্র। আধার না থাকলেও  কোনও প্রকল্প বন্ধ হবে না। দিল্লি যা করছে, থোঁতা মুখ ভোঁতা করে দেব। বাংলার মানুষকে বলব, ভয় পাবেন না। জমিদার নয়,পাহারদার হিসেবে রক্ষা করব।

রবিবার সিউড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে  মমতা বন্দ্যোপাধ্যায়  কেন্দ্রকে একহাত নেন।একইসঙ্গে পরিষেবা প্রদানের কাজ চালু রাখতে   মুখ্যসচিবকে একটি অনলাইন পোর্টাল তৈরি করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। যাতে যাঁদের আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে, তাঁরা সঙ্গে সঙ্গে জানাতে পারেন। সবাইকে ভোটার লিষ্টে নাম তোলার আবেদনও জানান তিনি। রবিবার মুখ্যমন্ত্রী ৩১একর জমির ওপর তৈরি বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় ও তমলুক.বারাসত সহ ৩টি জায়গার মেডিক্যাল কলেজের উদ্বোধন করেন। ৬লক্ষ ৮০ হাজার মানুষকে পরিষেবা প্রদান করেন। দেউচা পাঁচামির ৫৬৩জনকে ক্ষতিপূরণ প্রদান করেন। ৩৪২ জনকে চাকরির নিয়োগ পত্র তুলে দেন। আরও ২৩০জনকে গ্রুপ ডিতে নিয়োগ। বাংলা কখনও মাথা নত করেনি।অতীতের মতোই আগামীতেও করবে না।বকেয়া আদায়ে আন্দোলন চলবে।ব়ঞ্চনার জবাব মানুষকে ইভিএমে দেওয়ার আবেদনও জানান প্রশাসনিক প্রধান। এজেন্সিরাজ চব্বিশে পরিবর্তন হবে বলে সাফ জানান।অনুব্রত মণ্ডলকে জেলে ভরেও ভোটে জিততে পারবে না বিজেপি। বাম-কংগ্রেস-বিজেপির চক্রান্ত ব্যর্থ করে উন্নয়নের রাজনীতির চব্বিশে জয় হবে বলে স্পষ্ট বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

FREE ACCESS

Related Articles