বিধানসভার সংগ্রহশালা উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Chief Minister Mamata Banerjee at the inauguration of the assembly hall

The Truth Of Bengal : আজ বহু ইতিহাস বিজড়িত, স্মৃতির সমাহারে গর্বিত – পশ্চিমবঙ্গ বিধানসভার সংগ্রহশালা উদ্বোধন করতে পেরে গর্ববোধ করছি। শুরুতেই আমি সেই সকল কলাকুশলী এবং কর্মকর্তাদের হৃদয়ের অন্তস্তল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যাদের জন্য বাংলার ইতিহাসে আজ নতুন পালক জুড়লো। তাঁরা যেভাবে বাংলার স্বাধীনতার পূর্ববর্তী এবং পরবর্তী ইতিহাসকে তুলে ধরেছেন তা অকল্পনীয় এবং অভাবনীয়।
আগামী প্রজন্মের জন্য যেভাবে ইতিহাসকে সংগ্রহ করা হল তা অভূতপূর্ব। ইতিহাসে বাংলার যে ভূমিকা তা আমাদের হৃদয়ের গভীরে রক্ষিত এবং তা অনস্বীকার্য। বাংলার ইতিহাস, বাংলা ভাষার ইতিহাস, বাংলার সংস্কৃতি, বাংলার স্বাধীনতা সংগ্রাম, বাংলার নবজাগরণ-সহ সারা বাংলার খুঁটিনাটি সংরক্ষিত হয়েছে এই সংগ্রহশালায়।
আজকের এই ঐতিহাসিক ক্ষণে আমি বাংলার সকল স্বাধীনতা সংগ্রামী, বাংলার মনীষীগণ, বাংলার সকল সমাজ সংস্কারকের চরণে প্রণাম জানাই। আজকের দিনে আমি আপ্লুত, আবেগ জর্জরিত, ভাষায় প্রকাশ করার মত কোনো শব্দ নেই আমার কাছে।
FREE ACCESS