রাজ্যের খবর

নজরে বিধানসভা নির্বাচন, বছরের শুরুতেই প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

Chief Minister in administrative meeting at the beginning of the year

Truth Of Bengal: জয় চক্রবর্তী: নতুন বছরের দোরগোড়াতেই প্রশাসনিক বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‌জানুয়ারি মাসের ২ তারিখ বৃহস্পতিবার রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবনে প্রশাসনিক বৈঠক। ‌কাজের ভিত্তিতে কোন দফতর কত নম্বর পাবে বৈঠকে ঠিক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‌উঠে আসবে বাৎসরিক কাজের পরিকল্পনা। বাংলার বাড়ি থেকে জল স্বপ্ন প্রকল্প সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বৈঠকে। ‌সমস্ত দফতরের মন্ত্রী, সচিবদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে থাকবেন সমস্ত জেলার জেলা শাসক ও পুলিশ সুপার।

এই বৈঠকে যেমন তিনি বিভিন্ন দফতরের কাজের খতিয়ান নেবেন পাশাপাশি, কাজের ভিত্তিতে বিভিন্ন দফতর কতটা সফল হয়েছে তা নির্ধারণ করবেন মুখ্যমন্ত্রী। ‌প্রত্যেক দফতরের কাজের মূল্যায়নের জন্য নম্বর প্রদান করা হবে। সেই নম্বরের ভিত্তিতেই নির্ধারণ করা হবে কোন দফতর পাশ করল বা কোন দফতর ফেল করল। এছাড়াও, বৈঠকে উঠে আসবে ২০২৫ সালের বাৎসরিক কাজের পরিকল্পনা। অতএব বলাই যায়, ২৬ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই এখন থেকেই এগোতে চাইছে রাজ্য সরকার। এই প্রশাসনিক বৈঠক থেকে নতুন বছরে রাজ্যের উন্নয়নের দিশা নির্ধারণের আশা করছে প্রশাসন।

Related Articles