রাজ্যের খবর

কচিকাঁচাদের মাঝে শিশু দিবস উদযাপন মুখ্যমন্ত্রীর, দেখুন ভিডিও

Chief Minister celebrates Children's Day among toddlers, watch video

Truth Of Bengal: এক গুচ্ছ কর্মসূচি নিয়ে দার্জিলিং সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তবে ব্যস্ততার মাঝেও প্রাতঃভ্রমণে বেরিয়ে পাহাড়ের মানুষদের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। বৃহস্পতিবার শিশু দিবসের দিন শিশুদের মাঝে বেশ কিছুক্ষন সময় কাটালেন মমতা বন্দোপাধ্যায়। এদিন বহু শিশুকে চকোলেট ও টেডি দিতে দেখা গেল তাঁকে। চকোলেট ও টেডি পেয়ে রীতিমত খুশি শিশুরা।

মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং সফরে এসেছেন। একাধিক সরকারি কর্মসূচিতে যোগ দিয়েছেন। সরস মেলার উদ্বোধন করেছেন। জি টি এ সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। ঠাসা কর্মসূচির মধ্যেও জনসংযোগ রক্ষা করে চলেছেন রোজ। দার্জিলিং সফরে যাওয়ার দিন থেকেই সকাল সকাল বেরিয়ে পড়েন ঘর থেকে। রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলা থেকে শুরু করে স্থানীয় দোকানদারদের সঙ্গে আলাপচারিতা – মুখ্যমন্ত্রী খোজ খবর নেন সেখানকার মানুষদের, অভাব অভিযোগ শোনেন। এর মাঝে স্কুল পড়ুয়া থেকে কচিকাদের সঙ্গেও সময় কাটিয়েছেন।

তাদের সম্পর্কে জানতে চেয়েছেন, খোঁজখবর নিয়েছেন, কথা বলেছেন। যেখানেই ছোটদের সঙ্গে দেখা হয়েছে তাদের হাতে চকোলেট তুলে দিয়েছেন। কাছে টেনে নিয়ে আদর করেছেন। বৃহস্পতিবার বিশেষ দিন শিশু দিবস। এই দিনটি শিশুদের কাছে এক অন্য মাত্রা নিয়ে আসে। শিশুদের নিজস্ব দিন। আর এই দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ের শিশুদের হাতে তুলে দিলেন উপহার। তাদের সঙ্গে গল্প করলেন কথা বললেন। সকালে প্রাতও ভ্রমনে বেরিয়ে পাহাড়ি ছেলেমেয়েদের সঙ্গে কাটালেন অনেকটা সময়। মুখ্যমন্ত্রীর হাত থেকে উপহার পেয়ে তারা বেজয় খুশি।

Related Articles