রাজ্যের খবর
Trending

চাকলা লোকনাথ মন্দিরে মুখ্যমন্ত্রী, একাধিক প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি পরিকাঠামো সহ সৌন্দর্যায়নে জোর

Chief Minister at Chakla Loknath temple, inaugurating several projects as well as emphasizing beautification including infrastructure

The Truth Of Bengal: তৃণমূল সরকারের আমলে প্রভূত উন্নয়ন হয়েছে রাজ্যের তীর্থক্ষেত্রগুলিতে। পরিকাঠামো সহ সৌন্দর্যায়ন ভোল বদলে দেওয়া হয়েছে। ফলে আগের থেকে এখন তীর্থক্ষেত্রে পর্যটন বাড়ছে বাড়ছে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার চাকলা মন্দির থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৬ মাসের মধ্যেই দিঘায় জগন্নাথ মন্দিরের কাজ শেষ হবে ঘোষণা করেন তিনি।

উত্তর ২৪ পরগনার চাকলায় লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন ঘিরে যখন দেশজুড়ে উদ্দীপনা তৈরি হয়েছে, তখন চাকলা মন্দির প্রাঙ্গন থেকে মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল রাজ্যের তীর্থস্থানগুলির উন্নয়নের নানা খতিয়ান। চাকলার লোকনাথধামে পুজো দেওয়ার পরে মুখ্যমন্ত্রী জানান, ছোট ছোট তীর্থস্থানগুলির জন্য ৪০০ কোটি টাকা খরচ করা হয়েছে। দক্ষিণেশ্বর স্কাইওয়াকে ৮০-৯০ কোটি টাকা খরচ করা হয়েছে। কালীঘাটেও স্কাইওয়াক হচ্ছে। পাশাপাশি উত্তর ২৪ পরগনার চাকলায় লোকনাথ মন্দিরের জন্য মোট ৯ কোটি টাকা খরচ হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। এদিন চাকলা লোকনাথা সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, ‘লোকনাথ ঠাকুরের মন্দিরে আজ আমি পুজো দিয়েছি। রেলমন্ত্রী থাকাকালীন আমি এসেছিলাম। মন্দির চত্বরে গেট, ভোগ ভবন টিকিট কাউন্টার, ফুলের দোকান, পুকুরের সৌন্দর্য করা হয়েছে। প্রায় ৫ কোটি টাকা খরচ করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ৯ কোটি টাকা খরচ করা হয়েছে। আগামী ৬ মাসে দিঘায় জগন্নাথ মন্দির প্রস্তুত হয়ে যাবে। রাজ্যে আরও তীর্থক্ষেত্র বাড়বে। আমরা তীর্থস্থান জোড়ার চেষ্টা করছি। সবাই বলছে বাংলা এখন পর্যটনের সেরা গন্তব্য। ধর্মস্থানকে কেন্দ্র করে বাংলার পর্যটনে যে জোয়ার এসেছে তা উঠে আসে মুখ্যমন্ত্রীর কথায়।

জেলার ঠাকুরনগরের মতুয়া ঠাকুর বাড়িতে একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে এই সরকারের আমলে। কলেজ-হাসপাতাল হয়েছে। পাশাপাশি সরকারের উদ্যোগে মতুয়াদের বড়মা-র চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, এই বাংলা ধর্মীয় তীর্থস্থানের জায়গা। এই বাংলা একতার জায়গা। তবে এই সরকারের আমলে শুধু হিন্দু ধর্মস্থানগুলির উন্নয়ন হয়নি।  ফুরফুরা শরিফ-সহ অন্য অনেক ধর্মস্থানের অনেক উন্নয়ন হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায়। এদিন চাকলায় সেই কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

Free Access

Related Articles