রাজ্যের খবর

SSC-র নিয়মে বদল, মধ্যশিক্ষা পর্ষদের হাতে থাকছে না নিয়োগ ভার

Change in SSC rules, Board of Secondary Education no longer has the burden of recruitment

Truth Of Bengal: একের পর এক দুর্নীতিতে জেরবার স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষার খাতায় নম্বরে গরমিল থেকে শুরু করে মেধাতালিকা সব ক্ষেত্রেই বেনিয়মের অভিযোগ উঠেছে। গত ২ বছরে এসএসসির শিক্ষা দফতরের একের পর এক প্রাক্তন কর্তাকে গ্রেফতার হতেও দেখা গিয়েছে। এবার সবকিছু থেকে অবশেষে রেহাই পেতেই নিয়মে বড়সড় বদল আনল এসএসসি! এদিকে প্রায় ৯ বছর পরে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।

ইতিমধ্যেই কাউন্সেলিংও শুরু হয়ে গিয়েছে। এতদিন প্রার্থী বাছাই করে সুপারিশের দায়িত্বে ছিল স্কুল সার্ভিস কমিশন। অপরদিকে শিক্ষক পদে নিয়োগের দায়িত্বে ছিল মধ্যশিক্ষা পর্ষদ।তবে এবার থেকে সেই নিয়মে এল বদল। নতুন নিয়ম অনুযায়ী, মধ্যশিক্ষা পর্ষদের হাতে থাকছে না আর কোনও দায়িত্ব। এবার থেকে সরাসরি নিয়োগ করবে স্কুলের ম্যানেজিং কমিটি। ৯ বছর পরে এত দীর্ঘ সময়ের ব্যবধানে উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা সুযোগ পেতে চলেছেন।

বাংলা ছাড়া অন্যান্য মিডিয়ামের কাউন্সেলিং প্রক্রিয়া আর মাত্র ২ দিন হলেই শেষ হবে। তারপরেই বাংলা মিডিয়ামের কাউন্সেলিং শুরু হবে।জানা যাচ্ছে, এখনও পর্যন্ত প্রায় ৪৫০ জন প্রার্থী এসএসসির ডাকা কাউন্সেলিংয়ে সুযোগ পেয়েছে। তবে ১৪ শতাংশের বেশি চাকরিপ্রাপক কাউন্সেলিং থেকে বিরত থেকেছে বলেই জানা যাচ্ছে। দীর্ঘদিন ধরে আইনি জটে আটকে ছিল এই নিয়োগের প্রক্রিয়া।হাইকোর্টের নির্দেশেই কাউন্সেলিং প্রক্রিয়া চলবে বলেই জানা যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগ প্রক্রিয়া যাতে সম্পন্ন হয়, সেদিকেই তাকিয়ে আছে চাকরি প্রার্থীরা।

Related Articles