রাজ্যের খবর

অন্যের সাহায্য ছাড়া যাঁরা পথ চলতে পারেন না, তাঁদের পাশে দাঁড়াল পুলিশ

Chandannagar

The Truth of Bengal: অন্যের সাহায্য যাঁরা পথচলতে পারেন না, তাঁদের পাশে দাঁড়াল পুলিশ। প্রবীণদের জগদ্ধাত্রী প্রতিমা দর্শনের ব্যবস্থা করল চন্দননগর পুলিশ কমিশনারেট। চুঁচুড়ার বিভিন্ন এলাকার বৃদ্ধ-বৃদ্ধাদের ঠাকুর দেখানোর ব্যবস্থা করে পুলিশ কর্তারা। অভিনব উদ্যোগ  দেখে খুশি প্রবীণ মানুষেরা।বয়স কারুর ৭০,কারুর বয়স ৮০-র কাছে।অশক্ত শরীর নিয়ে তাঁরা ঠাকুর দেখার ইচ্ছা পূরণ করতে পারেন না।চলতে গেলেই টেনে ধরে বয়সের ভার।

অক্ষম,অসুস্থ মানুষগুলোর পথের অসুবিধার কথা মাথায় রেখে পুলিশ প্রশাসন তাঁদের বিকল্প ব্যবস্থা করল। চন্দননগর পুলিশ কমিশনার পি জাগালভি চুঁচুড়ার বিভিন্ন এলাকার বৃদ্ধ-বৃদ্ধাদের জগদ্ধাত্রী ঠাকুর দেখানোর ব্যবস্থা করে ।একসময় তাঁরা অবাধে মণ্ডপে মণ্ডপে ঘুরেছেন।শক্ত শরীর নিয়ে প্রতিমা দর্শন করেছেন ইচ্ছেমতো।এখন দিন বদলেছে,সামর্থ্য না থাকায় ওঁরা ঘুরে বেড়াতে পারেন না।তাই পুলিশ -প্রশাসন ঠাকুর দেখার সুযোগ করে দেওয়ায় তাঁরা  বেশ খুশি।

পুজো মানেই ঠাকুর দেখা।মজা-আনন্দ-হৈ হুল্লোড় করা।উত্সবপ্রেমীরা সুযোগ পেলেই মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ান।কিন্তু এমন অনেক মানুষ আছেন,যাঁদের শারিরীক সামর্থ্য নেই। যাঁরা আর পাঁচজনের মতো ঘুরে বেড়াতে পারেন না।তাঁদের কথা ভেবেই পুলিশ-প্রশাসন এই বিকল্প ব্যবস্থা করে।আয়োজন করে খাওয়া দাওয়ার। চন্দননগর-ভদ্রেশ্বরের প্রবীণরা এই   সুযোগকে কাজে লাগিয়ে অসংখ্য ঠাকুরও দেখেন।পুলিশের এই মানবিক ভূমিকার প্রশংসা করছেন চন্দননগর-চুঁচুড়া সহ নানা এলাকার মানুষ।

Free Access

Related Articles