রাজ্যের খবর

উত্তর দিনাজপুরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘটনায় চাঞ্চল্য এলাকায়

Chanchalya area in the unusual death of a housewife in North Dinajpur

The Truth Of Bengal: বিয়ের ১০ মাসের মধ্যে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কাচনা ডাঙ্গি এলাকায়। অন্যদিকে মেয়েকে খুন করেছে তার শশুর বাড়ির লোকজন বলে অভিযোগ মেয়ের বাপের বাড়ির লোকজনের। মৃত ওই গৃহবধূর নাম লিলি দাস (২৮)। তার দেড় মাসের এক পুত্র সন্তান ও রয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় ১০ মাস আগে চাকুলিয়া থানার উত্তর রামপুর এলাকার যুবতী লিলি দাসের সাথে চোপড়া থানার কাচনা ডাঙ্গি এলাকার যুবক নিপেন বারুই এর সাথে সামাজিক ভাবে বিয়ে হয়। অভিযোগ বিয়ের কিছুদিন পর থেকে ওই গৃহবধূর সাথে তার শশুর বাড়ির লোকজনেরা অত্যাচার চালাতে শুরু করে।স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন তাদের মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এরপর তড়িঘড়ি  রাতে ওই গৃহবধূর শশুর বাড়ি উপস্থিত হন তার বাপের বাড়ির লোকজন। তারা গিয়ে দেখতে পান তাদের মেয়ে মৃত অবস্থায় খাটে শোয়া অবস্থায় পরে রয়েছে।

মৃত ওই গৃহবধূর পরিবারের লোকজনের অভিযোগ তাদের মেয়েকে তার শশুর বাড়ির লোকজনেরা মিলে খুন করেছে। এবং এই ঘটনায় ওই গৃহবধূর শশুর বাড়ি লোকজনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে পুলিশে অভিযোগ করবেন বলে জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা। অন্যদিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়ে। ওই গৃহবধূর ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

FREE ACCESS

Related Articles